ভিয়েতনামে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়ালের কমিউনিষ্ট পাৰ্টির নেতাদের সঙ্গে বৈঠক

হ্যানয়-গুয়াহাটি বিমান সেবা, গুয়াহাটিতে বাণিজ্য দূতাবাস খোলার আহ্বান 

অমল গুপ্ত, গুয়াহাটি ১৪ এপ্ৰিলঃ দক্ষিণ পূৰ্ব এশিয়ার বাম শাসিত রাষ্ট্ৰ ভিয়েতনামে ভারতের উত্তর-পূৰ্ব প্ৰান্তের রাজ্য অসমের হিন্দুত্ববাদী দল বিজেপির মুখ্যমন্ত্ৰীর প্ৰথম সফর সূচীকে ঘিরে নানা মতের সৃষ্টি হয়েছে৷ কেন্দ্ৰের নাগরিকত্ব সংশোধনী বিলের প্ৰতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের ঢেউ অব্যহত আছে৷ এর মধ্যেই সংশোধনী বিলের ঘোর বিরোধী অসম গণ পরিষদ দলের সভাপতি তথা কৃষিমন্ত্ৰী অতুল বরাকে সঙ্গে নিয়ে ১৩জন বিধায়ক ও ১৫ জন প্ৰগতিশীল কৃষকসহ উচ্চপদস্থ অফিসারদের নিয়ে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়াল ভিয়েতনাম সফরে গিয়ে সে দেশের অত্যাধুনিক কৃষি ব্যবস্থার সঙ্গে পরিচিতি লাভ করলেন৷ রাজ্যের কৃষকদের উন্নত মানের কৃষি ব্যবস্থার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন৷ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়াল ভিয়েতনামের সেন্ট্ৰাল ইক’নমিক কমিশনারের উপাধ্যক্ষ তথা কমিউনিষ্ট পাৰ্টির সেন্ট্ৰাল কমিটির অন্যতম সদস্য কাও ডুক ফাট, ভিয়েতনাম কৃষি এবং গ্ৰামোন্নয়নের উপ-মন্ত্ৰী হা কং টুয়াং প্ৰমুখ ভিয়েতনামের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অসম তথা উত্তর পূৰ্বাঞ্চলের অৰ্থনৈতিক উন্নয়নে গুয়াহাটিতে অনুষ্ঠিত ‘এ্যাডভান্টেজ অসম’ শীৰ্ষক বিশ্ব সন্মেলনে সহযোগিতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির এক্ট ইষ্ট পলিসির কথা উল্লেখ করে গুয়াহাটির সঙ্গে হ্যানয়ের মধ্যে বিমান সেবা, গুয়াহাটিতে ভিয়েতনামের বাণিজ্যিক দূতাবাস খোলা এবং অসমের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের আহ্বান জানান৷ মুখ্যমন্ত্ৰী সেখানে বলেন, উত্তর পূৰ্বাঞলের ভৌগলিক জলবায়ুর সঙ্গে উত্তর পূৰ্বাঞ্চলের সাদৃশ্য আছে৷ অসমের কৃষি ব্যবস্থা উন্নয়নে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ভিয়েতনামের সহযোগিতায় রাজ্যবাসি উপকৃত হবে৷ রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্ৰীসমগ্ৰ গ্ৰাম্য উন্নয়ন যোজনা’ শু করেছে৷ সেই যোজনা সফলে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন৷ ভিয়েতনাম বিশ্বের মধ্যে কফি উৎপাদনের ক্ষেত্ৰে দ্বিতীয় স্থানে আছে৷ বিভিন্ন প্ৰজাতির লঙ্কা এবং ড্ৰাগণ ফ্ৰুটস্‌ রপ্তানির ক্ষেত্ৰেও শীৰ্ষে আছে৷ তাই ভিয়েতনামের প্ৰগতিশীল কৃষকদের উৎপাদন ক্ষমতা, দক্ষতা এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, অসমের  প্ৰশিক্ষিত কৃষকরা অসমের কৃষি ব্যবস্থাকে উন্নত করতে পারে৷




SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: