দুই উপত্যকায় সম্প্রীতি রক্ষার আহ্বান ভারত কণ্ঠ দেবজিৎ সাহার

গুৱাহাটী : ভারতকণ্ঠ দেবজিৎ সাহা এক বিবৃতিতে রাজ্যের জটিল সন্ধিক্ষণে বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মানুষদের ঐক্য সম্প্রীতির সদ্ব্যভাব রক্ষা করার আহ্বান জানিয়ে বলেছেন, এই দুই উপত্যকার মাঝখানের আকাশটি যেন কালাে মেঘে আচ্ছন্ন হতে শুরু করেছে। আমি অসমের বাইরে থাকি উত্তরপূর্ব ভারত তথা অসমের ক্ষুদ্র এক সঙ্গীতশিল্পী হিসাবে পরিচিত, সমগ্ৰ অসমবাসীর হৃদয় উজাড় করা ভালােবাসার ফলেই আমার পরিচিতির পরিসর বৃদ্ধি পেয়েছে। আমার জয় ছিল দুই উপত্যকার ঐক্যবদ্ধ জয়। অসম মায়ের জয়। 
দেবজিৎ সাহা বলেন, নাগরিকত্ব সংশােধনী বিলটি এক রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই তা সমাধান করতে হবে। আমি কোনও উপত্যকার নয় অসমের সন্তান, অসমের ভালােমন্দের সঙ্গে আমি সদায় আছি এবং সদায় থাকব। আজ বিজেপির বিধায়ক শিলাদিত্য দেব বাংলাদেশে হিন্দুদের অবস্থান সম্পর্কে আজ নতুন তথ্য তুলে ধরলেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, বাংলাদেশে হিন্দু বাঙালিদের উপর অত্যাচারের কথা আগে আমি বলেছিলাম, সেই তথ্য ভুল ছিল, বাংলাদেশে হিন্দু-মুসলিম পাশাপাশি সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন। 
প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ রাজ্যের এই জটিল মূহুর্তে মুখ্যমন্ত্রীর বিদেশ যাওয়ার তীব্র সমালােচনা করেন। গত কাল সংসদীয় মন্ত্রী চন্দ্র মােহন পাটোয়ারী সরকারীনথি তুলে ধরে বলেছিলেন, মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ২০১৪ সালকে ভিত্তি বর্ষ করার দাবি জানিয়ে ক্যাবিনেট কমিটিতে সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ তা পুরােপুরি অস্বীকার করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। নাগরিকত্ব সংশােধনী বিলের বিরুদ্ধে রাজ্যে জুড়ে প্রতিবাদ চলছে। আজ গুয়াহাটি দীঘলপুখুরিপারে উত্তরপূর্বাঞ্চলের সাত রাজ্যের প্রতিনিধিরা ‘নেসাের নেতৃত্বে অবস্থান ধর্মঘট পালন করে। অগপ রাজ্যে জুড়ে বিলটির বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: