গুৱাহাটী : অৱশেষে ঘোষণা করা হলো হাইস্কুল ও হাইমাদ্ৰাসা পরীক্ষার ফলাফল। এবারের পরীক্ষায় উত্তীৰ্ণর হার ৫৬.০৪ শতাংশ। ধেমাজি জেলায় সৰ্বোচ্চ ৭৯.৭৬ শতাংশ এবং ওদালগুড়ি জেলায় সৰ্বনিম্ন ৩৬.৯৭ শতাংশ উত্তীৰ্ণ হয়েছে ।
হাইস্কুল পরীক্ষার প্ৰথম ১০টি স্থানে :
রক্তিম ভূইয়া, মুনলাইট হাই স্কুল, শোণিতপুর
দ্বিতীয় স্থান (৫৯২):
অবিনাশ কলিতা, আনন্দরাম বরুয়া একাডেমী হাইস্কুল, বরপেটা
প্ৰীতপল বেজবরুয়া, টিহু হাইস্কুল, নলবারী
তৃতীয় স্থান (৫৯১):
সুলতানা আয়েসা সিদ্দিকা, সেন্ট টেরেসা ইংলিছ হাই স্কুল, বরপেটা
জিন্টী দেবী, সেইন্ট জন্স’ হাইস্কুল, বাক্সা
আৰ্বি চলিহা, সূদৰ্শন পাব্লিক হাইস্কুল, কামরূপ (ন)
চতুৰ্থ স্থান (৫৯০):
সীমা কুইন কাশ্যপ, পায়নিয়ার একাডেমি, পুঠিমারী, কামরূপ
ঋত্বিক শ্যাম শইকীয়া, সেইন্ট মেরী হাই স্কুল, উত্তর লখিমপুর
রাজশ্ৰী নন্দিনী কাকতী, খ্ৰীষ্টজ্যোতি হাইস্কুল, নগাওঁ
দেয়াশীস ভরদ্বাজ, চামতা হাইস্কুল, নলবারী
ব্রজেনজিৎ হাজরিকা, অম্বিকাগিরী রায়চৌধুরী জাতীয় বিদ্যালয়, শোণিতপুর
পঞ্চম স্থান (৫৮৯):
নিবির ডেকা, আনন্দরাম বরুয়া হাইস্কুল, বরপেটা
বিদৰ্শন দত্ত, সেইন্ট মেরী হাইস্কুল, উত্তর লখিমপুর
রাজা স্নেহাশিষ গুপ্তা দত্ত, বালিকুরীয়া বাপুজী বিদ্যাপীঠ, নলবারী
ষষ্ঠ স্থান (৫৮৮):
ভাস্বতী কলিতা, চেইন্ট এলবাৰ্ট হাইস্কুল, বঙাইগাঁও
অনুস্কা বরদলৈ, জোনাকী সংঘ হাইস্কুল, যোরহাট
কল্পজ্যোতি গগৈ, পানীন্দ্র বিদ্যাপীঠ, উত্তর লখিমপুর
ধৃতিস্মান ভূইয়া, রামস্বরূপ ইংলিছ হাইস্কুল, ওদালগুরী
সপ্তম স্থান (৫৮৭):
গরীয়সী দেবী, শংকরদেব শিশু নিকেতন, বঙাইগাঁও
নিতিশা শিবম, চেইন্ট জনচ’ হাইস্কুল, বাক্সা
শিয়ানুজ বরকটকী, এ এইচ ডি হাই স্কুল, শিবসাগর
পল ভূইয়া, তেজপুর সরকারী হাইস্কুল, শোণিতপুর
অষ্টম স্থান (৫৮৬):
অনিন্দিতা কাকতী, রেইনব’ ইংলিছ হাইস্কুল, বাক্সা
আশীষ সন্দিকৈ, বি ভি এফ সি মডেল হাইস্কুল, ডিব্ৰুগড়
অংগনা হাজরিকা, ডনবক্স হাইস্কুল, যোরহাট
অংকুরজ্যোতি ঠাকুরীয়া, শংকরদেব শিশু নিকেতন, কামরূপ (গ্ৰা)
গুঞ্জানন বরুয়া, দপানী হাইস্কুল, শিবসাগর
বিপাঞ্চ ডেকা, সূদৰ্শন পাব্লিক হাইস্কুল, কামরূপ (ন)
নবম স্থান (৫৮৫):
শ্যামলিমা পাঠক, সেন্ট টেরেসা হাইস্কুল, বরপেটা
বি জেনিথ কাশ্যপ, সূদৰ্শন পাব্লিক হাইস্কুল, কামরূপ (ন)
শেরমন কাইজার, চেন্ট মেরী হাইস্কুল, কামরূপ (ন)
দশম স্থান (৫৮৪):
সায়দা ইনায়া তাওয়াসুম, বি ভি এফ সি হাইস্কুল, ডিব্ৰুগড়
শ্ৰেয়াছ ভট্টাচাৰ্যী, ছল্ট ব্ৰুক হাইস্কুল
স্বপ্ননীল ভট্টাচাৰ্যী, বেবীলেণ্ড ইংলিছ হাইস্কুল, কৰিমগঞ্জ
নায়ীমা ফিরদৌজ বরভূইয়া, নিবাগাম জাতীয় বিদ্যালয়, নগাওঁ
ভাৰ্গবজ্যোতি দাস, প্ৰাঞ্জল মেম’ রিয়েল একাডেমি,
হাইমাদ্ৰাসা পরীক্ষার প্ৰথম তিনিটি স্থানে :
প্ৰথম স্থান (৫৫৬):
মিজানুর রহমান, কামানডাঙা হাই মাদ্ৰাসা, ধুবুড়ি।
দ্বিতীয় স্থান (৫৫৫):
নাজমুল হুদা, চাপর মাদ্ৰাসা এইচ এস স্কুল, ধুবুড়ি।
তৃতীয় স্থান: (৫৪৯)
সাবিহা স্ববনম, পশ্চিম মঙলদৈ হাই মাদ্ৰাসা, মঙলদৈ।
0 comments: