মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়ালের উত্তীর্ণ সফল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন
অমল গুপ্ত, গুয়াহাটি :
হাইস্কুল শিক্ষান্ত এবং হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফলের পর শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে আজ রাজ্যের সফল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। গুয়াহাটি মহানগরীর ছাত্র-ছাত্রীরা অনেক সুযােগ সুবিধা পাওয়ার পরেও পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।
মাজির মতাে অনুন্নত এবং বন্যা প্রবণ জেলায় সব থেকে ভালাে ফল করায় শিক্ষামন্ত্রী সন্তোষ প্রকাশ করেন, সেই জেলায় ৭৯.৭৬ শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করেছেন। সেক্ষেত্রে গুয়াহাটি মহানগরীতে পাশের সংখ্যা হচ্ছে ৬৭.১৫ শতাংশ। সারা দেশের মধ্যে অসমে ৩লক্ষাধিক ছাত্র-ছাত্রী একই দিনে ত্রুটিহীন ফলাফল প্রকাশ এবং মার্কশিট ও অন্যান্য নথি পত্র একই দিনে বিদ্যালয়গুলিতে পৌঁছিয়ে দিয়ে নজির গড়েছে অসম।
শিক্ষামন্ত্রী বলেন, ৩ লক্ষ ৩৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, উত্তীর্ণের হার ৫৬.০৪ শতাংশ। কংগ্রেস রাজত্বে মাধ্যমিকের ফল উন্নত দেখাতে গােপনে গ্রেস মার্ক দেওয়া হতাে। মন্ত্রী জানান এইবার গ্রেস মার্ক হ্রাস করে দেওয়া হবে। আজ হাইস্কুল শিক্ষান্ত এবং হাই মাদ্রাসা পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে সকাল ৯টায়। তার দুঘন্টা আগে হােজাইয়ের বিজেপি যুব মৰ্চার সভাপতি মানব জ্যোতি বরা সকাল ৭টা নাগাদ ফেসবুকে পুরাে ফলাফল পােষ্ট করে দেয়। বিজেপির অপর এক যুব নেতাও একই দূষ্কর্ম করেছেন বলে অভিযােগ পাওয়া গেছে। এই গুরুতর অভিযােগের পরও শিক্ষামন্ত্রী শুধু জানান যেই এই কাজটা করুক না কেন খুব খারাপ কাজ করেছ। তাদের বিরদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলেন নি।
মন্ত্রী জানান আমি সকাল ৯টায় পরীক্ষার ফলাফল জানতে পারি তার আগে কি করেই বা ফল প্রকাশ পাবে? তিনি জানান মাধ্যমিকে অনুত্তীর্ণরা এবং কম্পার্টমেন্টাল পাওয়া ছাত্র-ছাত্রীরা উত্তরপত্র পুনপরীক্ষণের জন্য ১জুন থেকে অন লাইনে আবেদন করতে পারবে এবং ৩৫০ টাকা ফিস দিতে হবে। শিক্ষামন্ত্রীর আশ্বাস রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য অর্থের কোনও অভাব হবে না।
এদিকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়াল রাজ্যের উত্তীর্ণ সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, যারা সফল হতে পারেনি তাদেরকেও হতাশ না হয়ে দ্বিগুণ উৎসাহে পড়া শুনা করার আবেদন করেন। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান পেপার করপােরেশনের অধীন জাগীরােড এবং পাঁচগ্রাম পেপার মিল গত দুবছৰ ধরে বন্ধ হয়ে পরে আছে। রাজ্যের মন্ত্রী পীযুষ হাজরিকা এবং রেলওয়ে প্রতিমন্ত্রী রাজেন গােহাই দিল্লীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এই পেপার মিল দুটির অধীন কেন্দ্রীয় বিদ্যালয় দুটি খােলার আশ্বাস পেয়েছেন, শীঘ্রই বিদ্যালয় দুটিতে এ্যাডমিশন শুরু হবে।
0 comments: