৩০ ও ৩১ মে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

গুয়াহাটি : আগামী ৩০ মে থেকে দেশজুড়ে দু’‌দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্কিং ইউনিয়নস। উপযুক্ত হারে বেতন বৃদ্ধি না হওয়ায় প্রতিবাদে নেমেছেন দেশের রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির কর্মী এবং আধিকারিকরা। ৩১ মে মাসের শেষদিনেও চলবে ধর্মঘট। যার ফলে নাকাল হতে পারেন লক্ষ লক্ষ গ্রাহকরা। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্কিং ইউনিয়নসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ মে বৈঠকে আইবিএ জানিয়ে দেয়, প্রতিটি ক্ষেত্রেই মাত্র ২ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে। যা কোনওভাবেই সংগঠনগুলির যৌথ মঞ্চ মানতে রাজি নয়। সংগঠনের দাবি, প্রধানমন্ত্রীর জন–ধন প্রকল্প, নোট বাতিল, মুদ্রা যোজনা বা অটল পেনশন যোজনা লাগু করতে দিনরাত পরিশ্রম করতে হয়েছিল কর্মীদের। সকলেই মনে করেছিলেন এই ঘটনার প্রভাব বেতন বৃদ্ধিতে দেখা মিলবে। কিন্তু বাস্তবে তা না মেলায় ক্ষুব্ধ ব্যাঙ্ককর্মীরা। তবে পরপর দু’‌দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: