# নােটিফিকেশ্যনের বিরুদ্ধে সুপ্ৰীম কোৰ্টে যাবে রাজ্যের জমিয়ত, সােসাল জাষ্টিস ফরাম
# এন আর সির প্রথম খসড়া তালিকায় ৪ লক্ষ ২৮৮ জন বাংলাদেশীকে শনাক্ত করা হয়েছে
গুয়াহাটি : রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জী নবায়নের কাজ চলছে। প্রায় ৯০ হাজার কর্মচারী এই কাজে নিয়ােজিত। ৩০ জুনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য করা হৈছে। এন আর সি কর্তৃপক্ষ বলেছে, প্রায় ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু বহিঃরাজ্যের ৫,৫০ হাজার নথির মধ্যে এখনও ৩,৯০ হাজার নথি পুনরীক্ষণ হয়ে ফিরে আসেনি। বিদেশে পাঠানাে হয়েছিলাে ৪০২ টি নথি, এর মধ্যে ফিরে আসছে মাত্র ৫০ টি নথি। এন আর সি চূড়ান্ত তালিকায় লক্ষ লক্ষ হিন্দু ও মুসলিম সংখ্যালঘু মানুষের নাম বাদ পড়বে বলে নানা মহলে হিসেব-নিকাশ চলছে। এর মধ্যে জাতীয় নাগরিক পঞ্জীর রাজ্যিক সমন্বয়ক অফিসার প্রতীক হাজেলা জানিয়েছেন, প্রথম খসড়া তালিকায় ৪ লক্ষ ২৮৮ জন বাংলাদেশীকে শনাক্ত করা হয়েছে। বিদেশি ট্রাইবুন্যাল গুলিতে নাম থাকা মানুষদের সন্তান-সন্ততি, আত্মীয় স্বজনদেরও নাম এন আর সি তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই নােটিফিকেশ্যনের বিরুদ্ধে রাজ্যের জমিয়ত, সােসাল জাষ্টিস ফরাম সুপ্রীম কোর্টের দ্বারস্থ হবে বলে জানা গেছে। মূলতঃ নাগরিকত্ব সংশােধনী বিল এবং জাতীয় নাগরিক পঞ্জী এই দুই জ্বলন্ত ইস্যুর মাঝে রাজ্যবাসী অকুল পাথারে পড়েছে।
0 comments: