গুয়াহাটি : রাজ্যে হাজার সমস্যা, আসন্ন বর্ষায় নদী বাঁধগুলির অধিকাংশ সংস্কার হয়নি। ২৬৩ কিলােমিটার অসম বাংলাদেশ সীমান্তের প্রায় ৬১ কিলােমিটার জল ও স্থল সীমান্ত উন্মুক্ত হয়ে পরে আছে, অবৈধ অনুপ্রবেশ অব্যাহত। রাজ্যের পথ-ঘাট, বিদ্যুৎ প্রভৃতি পরিকাঠামাে আজও উন্নতি হয়নি। রাজ্যে বিশ্ব শিল্প সন্মেলন হলেও শিল্প বিনিয়ােগ হয়নি। এই পরিস্থিতির মধ্যে রাজ্যে নাগরিকত্ব সংশােধনী বিল নিয়ে ভাবাবেগে রাজ্যের মানুষ উত্তাল। রাজ্যজুড়ে বিলের বিরুদ্ধে প্রতিবাদআন্দোলন চলছে। অরাজনৈতিক সংগঠন আসু এই আন্দোলনকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার হুংকার দিয়েছে। পরিস্থিতি ক্রমশঃ ক্রমাবনতি ঘটছে। এই সন্ধিক্ষনে রাজ্য সরকার বিব্রত।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনােয়াল বিদেশ সফর করে ফিরে এসে বার বার রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, আপনারা সংযম রক্ষা করুন। এমন কোনও পরিস্থিতির সৃষ্টি যাতে না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি চিড় ধরে। মুখ্যমন্ত্রী সনােয়াল আজ আবার বলেছেন, “যৌথ সংসদীয় কমিটী (জেপিসি) দেশজুড়ে মতামত গ্রহণ করার জন্য গণ শুনানি নেওয়া শুরু করেছে। অসমে এসেছিল, রাজের মানুষ তাদের মতামত দিয়েছে। গণ শুনানি এখনও শেষ হয়নি। অসম সরকারের মতামত এখনও নেয়নি। অসম সরকার রাজ্যের মানুষের মতামতকে গুরুত্ব দেবে। জনগণের স্বার্থ পরিপন্থী কোনও সিদ্ধান্ত নেবে না।
প্রসঙ্গত তিনি রাজ্যের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে মন্তব্য করেছিলেন, জনগণ যখন চাইছেন না, তখন কেন আমি জনগণের মতের বিরুদ্ধে যাব। সে ক্ষেত্রে আমার মুখ্যমন্ত্রী থাকার কি প্রয়ােজন?’ ভিয়েতনাম থেকে ফিরেই গতকাল মুখ্যমন্ত্রী মাজুলির পর আজ মাৰ্ঘেরিটা বিহু সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের সম্প্রীতি ও ভ্রাতৃত্ববােধ অটুট রাখতেই হবে। বরাকব্রহ্মপুত্র উপত্যকার ধর্ম-ভাষানির্বিশেষে সব জনগােষ্ঠীর মানুষকে ভ্রাতৃত্ববােধের অটুট বাঁধনে বাঁধতে হবে। আমাদের দেখতে হবে, অসমের স্বার্থ যেন কোনও ভাবেই বিঘ্নিত না হয়।
0 comments: