নাগরিকত্ব বিল ইস্যুতে বরাক-ব্রহ্মপুত্র দুই মেরুতে বিভক্ত কংগ্রেস

# শােকজের জবাব দেওয়ার প্রয়ােজন বােধ করি নাঃ ডাঃ অর্ধেন্দু কুমার দে
# সভাপতির নির্দেশে কর্মসূচী মেনে নেব নাঃ কমলাক্ষ দে
# লামডিংয়ে আমি গান গাইবইঃ জুবিন গার্গ 

গুয়াহাটি : অসমীয়া ভাষা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরােকায়স্থ বলেন, আমাদের মাতৃভাষা বাংলাভাষা সংস্কৃতি হুমকির মধ্যে পড়ুক তাকখনও সহ্য করা হবেনা। আমরা রাকবাসীবাংলাভাষা রক্ষার জন্য প্রাণ আহুতি দিয়েছি। নাগরিকত্ব সংশােধনী বিলকে কেন্দ্র করে ব্রহ্মপুত্ৰ উপত্যকায় বাংলাভাষা বিরােধী আন্দোলন চলছে। আন্দোলনকারিদের জানা উচিত অসমে হিন্দু-মুসলিম বাংলাভাষী মানুষ অসমিয়াভাষীর সঙ্গে সুদীর্ঘ বছর পারস্পরিক সম্প্রীতি ও সদ্ব্যভাবের সঙ্গে বসবাস করছে, সেই সম্প্রীতিতে যাতে কোনও চিড় বা ফাটল না ধরে তা সুনিশ্চিত করতে হবে আন্দোলনকারিদের। নাগরিকত্ব সংশােধনী বিল নিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বরাক কংগ্রেসের মত পার্থক্যের সৃষ্টি হয়েছে। বরাকের স্থিতি ভিন্ন সে কথা স্বীকার করে নিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরােকায়স্থ দিল্লী থেকে টেলিফোনে বলেন— নাগরিকত্ব সংশােধনী বিলটি অসাংবিধানিক, ধর্মের ভিত্তিতে কোনও আইন বরাক কংগ্রেস মানবে না। ২০১৪ সাল পর্যন্ত হিন্দু-মুসলিম, শিখ-জৈন প্রভৃতি ধর্ম নির্বিশেষে যারা এ দেশে এসেছে তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে। শিলচরের সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন মন্ত্রী গৌতম রায় প্রমুখেরা তাদের এই মত কে সমর্থন করেন বলে তিনি দাবি করেন। 
দিল্লীতে প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা কেন্দ্রীয় কংগ্রেস নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামি ২৪ শে মে’ বিলটির বিরুদ্ধে রাজ্য জুড়ে গণ স্বাক্ষর আন্দোলনের ডাক দিয়েছে। আমরা কংগ্রেস সভাপতিকে বলে দিয়েছি, বরাক কংগ্রেস কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ মেনে নয, নিজস্বভাবে বাঙালি ভাষা সংস্কৃতি সুনিশ্চিত করার লক্ষ্যে নিয়ে পৃথকভাবে কর্মসূচী পালন করবে। ২০১৪ সাল পর্যন্ত রাজ্যে আসা বাঙালি হিন্দু নিজস্ব বাংলা ভাষাসহ সব জনগােষ্ঠীর ভাষা সংস্কৃতি রক্ষায় সচেষ্ট হবাে। 
ব্রহ্মপুত্র উপত্যকার প্রাক্তন কংগ্রেস মন্ত্রী ডাঃ অর্ধেন্দু কুমার দে আজ ব্রাকের কংগ্রেস নেতৃবৃন্দের অভিমতকে সমর্থন করে বলেন, ২০১৪ সালের ভােটার তালিকার উপর ভিত্তি করে সাংসদরা নির্বাচিত হন, লােকসভা গঠিত হয়। সেই ভােটার তালিকার উপর ভিত্তি করে নাগরিকত্ব প্রদান করতে হবে। তার এই ভিন্ন মতের জন্য প্রদেশ কংগ্রেস কমিটি তাকে শােকজ করেছেন। এই ব্যপারে আজ ডাঃ দে মন্তব্য করেন, আমি সেই শােকজের জবাব দেওয়ার প্রয়ােজন বােধ করিনি। আমাকে দল থেকে তাড়িয়ে দিলেও আমার স্থিতি পাল্টাবাে না। 
লামডিং শহরে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গের সঙ্গীত অনুষ্ঠানে বাধা দানের চেষ্টা হয়েছে, সে সম্পর্কে ডাঃ দে বলেন, অসমিয়া বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কোনও স্বার্থান্বেষী দুষ্ট চক্র ফেস বুকে বাজে কথা লিখেছেন। ডাঃ দে আশঙ্খ প্রকাশ করে বলেন, বিল কে কেন্দ্র করে যে ভাবে রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলন চলছে, তাতে অসম আবার টুকরাে হবে। এই স্থিতিকে নিয়ে কংগ্রেসের মধ্যে বরাকব্রহ্মপুত্র পৃথক হলাে, বােড়ােল্যাণ্ড হাত ছাড়া হবে, কাৰ্বি আংলং এবং ডিমা হাসাও পার্বত্য জেলায় বিচ্ছিন্নতাবাদীরাও পৃথক রাজ্য চাইছে। 
বিধায়ক কমলাক্ষ দে পুরােকায়স্থ বলেন, জুবিন গাৰ্গ বেশ কিছু বছৰ তাদের করিমগঞ্জ জেলায় কাটিয়েছেন, বাঙালিদের সঙ্গে তার সুমধুর সম্পর্ক আছে। তাই বাধা দেওয়ার প্রশ্নই উঠতে পারে না। স্বয়ং জুবিন গাৰ্গ বলেছেন, আমার কোনও জাত নেই, আমি ‘আধা বাঙালি’ বরাক উপত্যকার বাঙালিদের সঙ্গে আমার এক সু-সম্পর্ক আছে। তাই লামডিংয়ে আমি গান গাইবই কেও বাধা দিতে পারবে না।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: