শুরুতেই শেষ জাপানি রকেট


ওয়েব সংবাদ :‌ ওড়ার পরমুহূর্তেই পপাত ধরণীতলে রকেট। শনিবার স্থানীয় সময় ভোর ৫.‌৩০ মিনিটে এমনই দৃশ্য দেখল জাপানের হোক্কাইডো দ্বীপের তাইকি লঞ্চিং সাইট। জাপানের জনপ্রিয় ইন্টারনেট সার্ভিস প্রভাইডার ‘‌লাইভডোর’–এর মালিক তাকাফুমি হোরি ‌প্রতিষ্ঠিত ইনস্টেলার টেকনোলজি মহাকাশে পাঠানোর জন্য দেশের প্রথম বেসরকারি স্বয়ংক্রিয় রকেট তৈরি করেছিল। মোমো–২ নামে ৩৩ ফুট উঁচু ওই রকেট এদিন স্থানীয় সময় ভোরে তাইকিং লঞ্চিং প্যাড থেকে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই লঞ্চিং প্যাডেরই পাশে উল্টে পড়ে। পড়ার সঙ্গে সঙ্গেই রকেটে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি। ওই রকেটে ১০০ কিলোমিটার উঁচুতে নজরদারি চালানোর যন্ত্রপাতি পাঠানোর কথা ছিল। এই ঘটনায় মহাকাশে বেসরকারি রকেট পাঠানোর জাপানের পরিকল্পনা ফের ধাক্কা খেল। কারণ, গত বছরের জুলাই মাসেও এভাবেই ওড়ার কয়েক মুহূর্ত পরেই একটি রকেটের উপর থেকে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ইঞ্জিনিয়াররা। তারপরই সেটি ভেঙে পড়ে। সরকারি সংস্থা জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি অবশ্য এব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে এই ঘটনায় একটুও চিন্তিত নয় তাকাফুমি হোরির কোম্পানি ইনস্টেলার টেকনোলজি। তারা ফের নতুন উদ্যোমে রকেট তৈরি শুরু করবে বলে জানিয়েছে। ১৯৯০–২০০০–এর দশকে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যে বিপ্লব ঘটেছে জাপানে, তার অনেকাংশে কাণ্ডারি ছিলেন তাকাফুমি হোরি। পরে দুর্নীতির দায়ে দু’‌বছর জেলও খাটেন তিনি। মুক্তি পেয়ে ২০১৩ সালে ইনস্টেলার টেকনোলজি প্রতিষ্ঠা করেন তিনি।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: