সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত পাঁচজন মহিলাকে সম্মানিত করল প্রজেক্সেল ফাউন্ডেশন

গুয়াহাটি : প্রতি বছর ৮ই মার্চ তারিখে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের এক -এক প্রান্তে নারী দিবসের উদযাপনে প্রধান লক্ষ্য একেক রকম হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়।আর কোথাও মহিলাদের আর্থিক রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাতা বেশি গুরুত্ব পায় ।বর্তমান সময়ে সারা পৃথিবীতে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে যদিও এখনো বেশিরভাগ দেশে সমাজব্যবস্থা পুরুষতান্ত্রিক। যেখানে রানী স্বাধীনতা একবারই অবহেলিত।এই অবস্থায় নারী দিবসের দিনগুলি নারীর অধিকার রক্ষার একটা প্রতীক হিসেবে ভাবা হয়। শুধু এই দিনটি উদযাপনের মধ্য দিয়েই নয় সমাজ ভাবনাকে কাজে লাগাতে পারলে তবেই নারী অধিকার কে নিশ্চিত করা হয়তো সম্ভব।


আন্তর্জাতিক নারী দিবসের সাথে সঙ্গতি রেখে প্রজেক্সেল ফাউন্ডেশন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রবিবার সাউথ পয়েন্ট স্কুলের প্রেক্ষাগৃহে পালন করে আন্তর্জাতিক মহিলা দিবস। এবারের মহিলা দিবসের থিম ছিল ব্যালেন্স ফর বেটার।আন্তর্জাতিক মহিলা দিবসের সাথে সংগতি রেখে প্রজেক্সেল ফাউন্ডেশন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৫ জন মহিলাকে সম্মানিত করেন।


প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভরাম্ভ করেন এই অনুষ্ঠানের মুখ্য অথিতি সুনিতা অধিকারী, ও নিবেদিতা তরফদার ,লিপিকা।সিংহ, ও রাজীব বণিকের সাথে উপস্থিত অনেক গণ্যমান্য অনেক ব্যক্তিরা।এই অনুষ্ঠানে প্রজেক্সেল ফাউন্ডেশন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মহিলাদের প্রদান করেন প্রজেক্সেল এয়ার্ড ২০১৯।এই এয়ার্ড প্ৰদান করা হয় দীপান্বিতা মুখার্জি খান,(সাহিত্যিক),নিবেদিতা চন্দ (শিক্ষিকা)।দেবযানী পাটিকার (সাংবাদিক),আশা কাকবানী( উদ্যোক্তা,) ভাষা ও সঙ্গীতা চৌধুরি (প্রাক্তন মিস ইন্ডিয়া)। অনুষ্ঠানের নৃত্য প্রদর্শন করেন প্রিয়াঙ্কা পালিত নন্দী, পারিজাত বিশ্বাস,প্রাদান্য রায় ও সংগীতা গ্রুপ। সংগীত পরিবেশন করেন সোমা পুরকায়স্থ,তার সাথে সঙ্গত করেন তার মেয়ে জাগৃতি পুরকায়স্থ।অনুষ্ঠানে প্ৰজেক্সেল ফাউন্ডেশনে ফাউন্ডার সীমা পুরকায়স্থ রায় এ প্রসঙ্গে বলেন সমাজে লিঙ্গ বৈষম্য দূর করা ছাড়া মহিলা সরলীকরণ, মহিলাদের অধিকার, ও সমঅধিকার রক্ষা করার জন্য প্রজেক্সেল ফাউন্ডেশন আগামী ভবিষ্যতেও বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে কাজ করবেন। মহিলা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: