বিজেপি জোট সরকার রাজ্যবাসীর স্বার্থ বিরােধী কোনও কাজ করবে না

অমল গুপ্ত, গুয়াহাটি : “সর্বানন্দ সােনােয়াল নেতৃত্বাধীন বিজেপি জোট সরকার রাজ্যবাসীর স্বার্থ বিরােধী কোনও কাজ করবে না, সদায় জনগণেরে পাশে থাকবে। সরকার এবং বিজেপি দলের ভিন্ন কোন মত নেই, নাগরিকত্ব সংশােধনী বিল সম্পর্কে একই মনােভাব পােষণ করে। বিলটি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির কোনও কারণ নেই। সােনােয়াল সরকারের উপর আস্থা রাখুন, শঙ্কিত হবেন না।” 
মুখ্যমন্ত্রীর সচিবালয়ের প্রেক্ষাগৃহে এক সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা হৃষীকেশ গােস্বামীকে পাশে রেখে শিল্প ও বাণিজ্য, পরিবহন বিভাগের দায়িত্ব প্রাপ্ত সংসদীয় পরিক্রমা মন্ত্রী চন্দ্র মােহন পাটোয়ারী রাজ্যবাসীকে আস্বস্ত করে এ আহ্বান জানান। 
তিনি বলেন, অসম আন্দোলনের যারা বিরােধিতা করেছিল তারাই আজ পরিস্থিতি উত্তপ্ত করে আন্দোলনকে জীবয়ে রাখতে চাইছে। রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীর স্রোত অব্যাহত রেখে কংগ্রেস সরকার আই এম ডি টি আইনটি পাশ করিয়ে ছিল। আইনটি পাশ করার সময় অসমে কোনও শুনানি হয়েছিল কি? কংগ্রেস সরকার রাজ্যের জনগণকে অন্ধকারে রেখে অসম বিরােধী আইনটি পাশ করিয়ে ছিল। 
রাজ্যে কংগ্রেস দল সুবিধাবাদি দুমুখােনীতি গ্রহণ করেছে। বরাকের জন্য এক, ব্রহ্মপুত্র উপত্যকার জন্য অন্যরকম এবং সরকার বাঁচানাের আর এক নীতি নিয়ে জনগণকে বিপথে পরিচালনা করেছে। তরুণ গগৈ নেতৃত্বাধীন সরকার তাদের ক্যাবিনেট কমিটিতে ২০১৪ সালকে ভিত্তি বছর হিসাবে গণ্য করে নাগরিকত্ব প্রদানের এক লিখিত প্রস্তাব গ্রহণ করেছিল। 
সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এখন তা অস্বীকার করে উপহাসের পাত্র হয়েছেন। তাকে রাজনৈতিক জীবন ত্যাগ করতে হবে না। হাসির পাত্র হয়েই থাকুন এমনইমন্তব্য চন্দ্র মােহন পাটোয়ারীর। যৌথ সংসদীয় কমিটিতে তারাও মতামত দেবে, তবে মেঘালয় সরকারের মতাে নাগরিকত্ব সংশােধনী বিলটি পরিত্যাগ করতে পারবেনা, কারণ মেঘালয়ে এন আর সি নেই, অসমে এন আর সি আছে। শরিক দল অগপ বিলটির বিরােধিতা করেছে, সে সম্পর্কে পাটোয়ারীর মন্তব্য—তাতে তারা খারাপ পাইনি। 
রাজ্যে নাগরিকত্ব সংশােধনী বিল নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, এই অবস্থায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়াল, কৃষিমন্ত্রী অতুল বরা সহ প্রায় ২৭জন বিধায়ক অফিসার এবং বেশ কয়েকজন কৃষককে নিয়ে ভিয়েতনাম যাচ্ছেন বলে সরকারী সূত্রে জানা গেছে। ভিয়েতনামের অত্যাধুনিক কৃষি ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা নেওয়ার জন্য এই সফর। মুখ্যমন্ত্রী গত কাল রাজ্যপাল জগদীশ মুখীর সঙ্গে সাক্ষাৎ করে বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতি সম্পর্কে তাকে অবগত করান। 
রেলওয়ে প্রতি মন্ত্রী তথা নগাঁওয়ের সাংসদ রাজেন গােহাই এক সাংবাদিক সম্মেলন ডেকে রাজ্যের অসমীয়া জনগােষ্ঠীকে এক দিন বাঙালি হিন্দুরাই রক্ষা করবে, এমন বিতর্কিত মন্তব্য করায় আজ নগাঁও জেলায় জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ তীব্র প্রতিবাদী আন্দোলন শুরু করেছেন। রাজ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা গুয়াহাটির মঠঘরিয়াতে এক হাসপাতাল উদ্বোধন করে আজ বলেছেন, রাজ্যেজুড়ে অহেতুক পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে আর মাত্র ৪৫দিন বাদেই জাতীয় নাগরিকপঞ্জীর চুড়ান্ত তালিকা প্রকাশ পাবে। তখনই স্পষ্ট হয়ে যাবে। 
বিজেপির বিধায়ক অতুল বরার মতাে সাংসদ বিজয়া চক্রবর্তীও দলের স্থিতির বিরুদ্ধে বিলটির বিরােধিতা করেছেন। রাজ্যের ২১ জন সম্পাদক সহ ৩৮ জন বুদ্ধিজীবি যৌথভাবে স্মারক পত্র পাঠিয়ে বিলটির বিরােধিতা করেছেন। ২১ জন সম্পাদক প্রশ্ন তুলেছেন যৌথ সংসদীয় কমিটির শুনানি ব্রহ্মপুত্র উপত্যকায় একদিন বরাক উপত্যকার মাত্র তিনটি জেলায় কেন দু'দিন শুনানি গ্রহণ করা হয়।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: