গুয়াহাটি : ভিয়েতনাম থেকে ফিরেই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়াল জনতা ভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরহিত্য করে বন্যা মােকাবেলায় রাজ্যর ডেপুটি কমিশনারদের তাৎক্ষনিকভাবে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং খাদ্য ও অসামরিক যােগান বিভাগকে সুনিশ্চিত করতে হবে যাতে বন্য দূর্গত মানুষ খাদ্যাভাবেনা ভােগে। মুখ্যমন্ত্রী রাজ্যের নদী বাঁধগুলির খবরা-খবর নেন। জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত বলেন— তাদের সময়ে সর্বমােট ১২.০২ কিঃমিঃ দৈর্ঘের বাঁধ নির্মাণ করা হয়েছে। ৩৪৫ কোটি টাকা ব্যায় করে ১৬৮ কর্মসূচী হাতে নিয়েছিল। তার মধ্যে ১৫৮ টি সম্পন্ন করেছে। মুখ্যমন্ত্রী আজ মাজুলীতে রঙালী বিহুর সন্মেলনে অংশ গ্রহণ করে ভিয়েতনামের কৃষক এবং যুব প্রজন্ম দীর্ঘ ৩০ বছর থেকে কঠোর পরিশ্রম করে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। রাজ্যের যুব সমাজকে ধ্যান-ধারণা পাল্টিয়ে রাজ্যের উন্নয়নে আত্ম নিয়ােগের আহ্বান জানান।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
RELATED STORIES
দিদি আসছেন বরাক উপত্যকা জয় করতে গুয়াহাটি : দিদি এবার ব্রাক উপত্যকা জয় করতে
নাগরিকত্ব সংশোধনী বিলঃ যৌথ সংসদীয় কমিটির শুনানির ফলে বরাক-ব্ৰহ্মপুত্ৰ, অসমিয়া-বাঙালির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছেঃ ফণী ভূষণ চৌধুরী এন আর সির তালিকায় লক্ষ লক্ষ সংখ্যালঘু জনগোষ্ঠীর
ৰাকেশ পালৰ পত্নীয়ে ভাৰাত লৈছিল ভুৱা উত্তৰবহী পােৱা ফ্লেট ডিব্ৰুগড়ত গােপাল চন্দ্র বৰাক আৰক্ষীৰ জ
স্বপ্ন পূরণ হচ্ছিল না বলেই উপাধ্যক্ষ পদত্যাগ করলেনঃ হিতেন্দ্র নাথ গােস্বামী গুয়াহাটি : “অসম বিধানসভার উপাধ্যক্ষ দিলীপ পা
লামডিংয়ে নন্দিনী’র বার্ষিক সম্মেলন : মুখপত্র ‘অস্মিতা' উদ্বোধন স্বপন দাস, লামডিং : লামডিঙের মহিলা প
ত্রুটিহীন ফলাফল প্রকাশ এবং মার্কশিট ও অন্যান্য নথি পত্র একই দিনে পৌঁছিয়ে দিয়ে নজির গড়েছে অসমঃ শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়ালের উত্তীর্ণ সফ
0 comments: