এনআরসি:অ-সম ভূমিতে মৃত্যুর মিছিলের নবীনতম আক্রান্ত ৯৫ বছরের বৃদ্ধ

এনআরসি:অ-সম ভূমিতে মৃত্যুর মিছিলের নবীনতম আক্রান্ত ৯৫ বছরের বৃদ্ধ

পারিজাত এন. ঘোষ: ১৯৫১র এনআরসি থাকা সত্ত্বেও ৯৫ বছরের বৃদ্ধাকে বিষপান করে আত্মহত্যা করতে বাধ্য করা হলো!

বার বার নাগরিকত্বের নামে হয়রানী!বার বার হিয়াংরি!যন্ত্রণা ৪ ডির! আর্থিক, শারীরিক ভাবে দুর্বল বৃদ্ধা এই চাপে ক্রমেই ভারাক্রান্ত!  বার বার হিয়ারিং করার পরও আবার ডাকা হলো বায়োমেট্রিক টেষ্টে!
১৯৫১ সনের রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী( NRC) সহ সমস্থ ভারতীয় নথীপত্র থাকা সত্ত্বেও ৯৫ বছরের এই বৃদ্ধা শারীরিক,আর্থিক, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে জীবন যুদ্ধে হার মানলো!

সে বিদেশী না,বাংলাদেশী না!এ দেশের একজন নাগরিক!স্বদেশ ছেড়ে যাবেই বা কোথায়?
জীবনের অন্তিম পর্যায়ে স্বদেশের মাটিতেই যাতে তার কবর দেওয়া হয়,সে আশাতেই এতদিন নাগরিকত্বের পরীক্ষা দেবার জন্য দিনের পর দিন কষ্ট করেছেন!

কিন্তু আসামের বকোর এই ৯৫ বছরের বৃদ্ধা খুব ক্লান্ত! ক্লান্ত এই অসভ্য সমাজ ব্যাবস্থা ও অমানবীয়,অগণতান্ত্রীক,অসংবিধানিক রাষ্ট্র ব্যবস্থার কাছে!

চোখের ঘুম,মুখের খাবার কেড়ে নেওয়া শাসন ব্যবস্থায় ক্লান্ত আশ্রাফ আলীর এক দীর্ঘ বিশ্রামের প্রয়োজন ছিলো!
অবশেষে বিষ পান করেই ফেললো!

এখন সে চির নিদ্রায় নিদ্রিত!

আজ আর বৃদ্ধাকে কোনো পরীক্ষা দিতে হবেনা!
কেউ সন্দেহ করতে পারবেনা!
আর হিয়ারিংএ যেতে হবেনা!
কোনো দেশপ্রেমী বা জাতিপ্রেমীকে আজ থেকে তার আর পরোয়া করতে হবেনা!
এদেশ তাকে ঠাই দেবার প্রয়োজন নেই!আজ থেকে আশ্রাফ আলী সেই দেশের বাসিন্দা যেখানে ইতিমধ্যে সুব্রত দে,জুব্বার আলী,অমৃত দাস ও অন্যান্যরা আছেন!
জুব্বার সেও এনআরসি হীন,জাতিপ্রেম হীন,দেশপ্রেমীহীন দেশের "শান্তি" গ্রামের ৪৭ নং বাসিন্দা! যেখানে হিংসপ্রানীর কোনো জায়গা নেই!

এই মৃত্যুমিছিলে জানি কারো যায় আসেনা!আমাদের লেখা মেলা,সভা,আন্দোলন,ধিক্কার,প্রেসমিট ওসবেও কিছু যায় আসেনা!

এদের জন্য কেউ এয়োয়ার্ড ঘুরিয়ে দেবেনা!অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা বাঘা বাঘা প্রগতিশীল(!) বন্ধুরাও আজ জাতীয় চেতনায় ধৃতরাষ্ট্রের ভূমিকায়!নইলে কেবে যতটা মাথা ঘামায় এখানে কেন ততটা না?
আর। ফেডারেশন,আমছু সহ জাতীয় সংগঠন গুলো বারংবার আহাবান করা সত্ত্বেও কোনো মতেই এক হচ্ছেনা!সংগ্রাম করছে কিন্তু ৪২টা ভাগে বিভক্ত হয়ে!বিজনী,বড়পেটা ও অন্যান্য ছোটো ছোটো অঞ্চলে ঐক্যবদ্ধ হলেও আসাম ব্যাপী কেন্দ্রীয় নেতৃত্বরা এ ক্ষেত্র উদাশীন!
অসমীয়া সীমিত সংখ্যক প্রগতিশীল লোক এ কাজকে পছন্দ করছেনা যদিও তারাও স্বতস্ফুর্তভাবে প্রতিবাদে আসছেনা!

সরকার,বিরোধী, সংবাদ মাধ্যম এমনকি ন্যায়ালয়ের ওপরও মানুষ আস্থাহীন হয়ে পড়েছে!

আর যন্ত্রণা কত?
কবে হবে ঐক্যবদ্ধ প্রতিবাদ-প্রতিরোধ?
স্থায়ী সমাধান?
কবে বাধ্য হবে দিছপুর-দিল্লি?

কতদিন চলবে এই মৃত্যুমিছিল?

সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত পাঁচজন মহিলাকে সম্মানিত করল প্রজেক্সেল ফাউন্ডেশন

সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত পাঁচজন মহিলাকে সম্মানিত করল প্রজেক্সেল ফাউন্ডেশন

গুয়াহাটি : প্রতি বছর ৮ই মার্চ তারিখে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের এক -এক প্রান্তে নারী দিবসের উদযাপনে প্রধান লক্ষ্য একেক রকম হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়।আর কোথাও মহিলাদের আর্থিক রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাতা বেশি গুরুত্ব পায় ।বর্তমান সময়ে সারা পৃথিবীতে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে যদিও এখনো বেশিরভাগ দেশে সমাজব্যবস্থা পুরুষতান্ত্রিক। যেখানে রানী স্বাধীনতা একবারই অবহেলিত।এই অবস্থায় নারী দিবসের দিনগুলি নারীর অধিকার রক্ষার একটা প্রতীক হিসেবে ভাবা হয়। শুধু এই দিনটি উদযাপনের মধ্য দিয়েই নয় সমাজ ভাবনাকে কাজে লাগাতে পারলে তবেই নারী অধিকার কে নিশ্চিত করা হয়তো সম্ভব।


আন্তর্জাতিক নারী দিবসের সাথে সঙ্গতি রেখে প্রজেক্সেল ফাউন্ডেশন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রবিবার সাউথ পয়েন্ট স্কুলের প্রেক্ষাগৃহে পালন করে আন্তর্জাতিক মহিলা দিবস। এবারের মহিলা দিবসের থিম ছিল ব্যালেন্স ফর বেটার।আন্তর্জাতিক মহিলা দিবসের সাথে সংগতি রেখে প্রজেক্সেল ফাউন্ডেশন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৫ জন মহিলাকে সম্মানিত করেন।


প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভরাম্ভ করেন এই অনুষ্ঠানের মুখ্য অথিতি সুনিতা অধিকারী, ও নিবেদিতা তরফদার ,লিপিকা।সিংহ, ও রাজীব বণিকের সাথে উপস্থিত অনেক গণ্যমান্য অনেক ব্যক্তিরা।এই অনুষ্ঠানে প্রজেক্সেল ফাউন্ডেশন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মহিলাদের প্রদান করেন প্রজেক্সেল এয়ার্ড ২০১৯।এই এয়ার্ড প্ৰদান করা হয় দীপান্বিতা মুখার্জি খান,(সাহিত্যিক),নিবেদিতা চন্দ (শিক্ষিকা)।দেবযানী পাটিকার (সাংবাদিক),আশা কাকবানী( উদ্যোক্তা,) ভাষা ও সঙ্গীতা চৌধুরি (প্রাক্তন মিস ইন্ডিয়া)। অনুষ্ঠানের নৃত্য প্রদর্শন করেন প্রিয়াঙ্কা পালিত নন্দী, পারিজাত বিশ্বাস,প্রাদান্য রায় ও সংগীতা গ্রুপ। সংগীত পরিবেশন করেন সোমা পুরকায়স্থ,তার সাথে সঙ্গত করেন তার মেয়ে জাগৃতি পুরকায়স্থ।অনুষ্ঠানে প্ৰজেক্সেল ফাউন্ডেশনে ফাউন্ডার সীমা পুরকায়স্থ রায় এ প্রসঙ্গে বলেন সমাজে লিঙ্গ বৈষম্য দূর করা ছাড়া মহিলা সরলীকরণ, মহিলাদের অধিকার, ও সমঅধিকার রক্ষা করার জন্য প্রজেক্সেল ফাউন্ডেশন আগামী ভবিষ্যতেও বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে কাজ করবেন। মহিলা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়।
লর্ডস টেস্ট নিয়ে কী বললেন গৌতম গম্ভীর?‌

লর্ডস টেস্ট নিয়ে কী বললেন গৌতম গম্ভীর?‌


ওয়েব সংবাদ:‌ লর্ডস টেস্টই টার্নিং পয়েন্ট হতে পারে। এমনটাই মনে করছেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। ভারত জিতলে সিরিজে সমতা ফিরবে। আর ইংল্যান্ড জিতলে?‌ এগিয়ে যাবে ২–০ ব্যবধানে। অর্থাৎ সিরিজ জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। এটা ঘটনা পাঁচ টেস্টের সিরিজে ০–২ পিছিয়ে পড়লে কামব্যাক করা যথেষ্ট শক্ত। সেটাও আবার অ্যাওয়ে সিরিজে। তাই গম্ভীর বলেছেন, ‘‌লর্ডস টেস্টই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ০–১ পিছিয়ে থাকা ভারতকে সমতা ফেরাতেই হবে। আর তা না হলে পিছিয়ে যেতে হবে। কারণ বিদেশে পরপর তিনটে টেস্ট জিতে সিরিজ জয় একপ্রকার অসম্ভব।’‌ এরপরই গম্ভীরের সংযোজন, ‘‌লর্ডসের উইকেট শুকনো। তাই লর্ডসেই ভারতের সেরা সুযোগ সমতা ফেরানোর। লন্ডনের আবহাওয়াও এখন অনেকটা ভারতের মতোই। গরম রয়েছে। সেপ্টেম্বর হলে ঠাণ্ডা পড়ে যেত। সমস্যা হত ভারতীয়দের। তাই আমার তো মনে হয় লর্ডসেই সেরা সুযোগ বিরাটদের সমতা ফেরানোর।’‌ সিরিজে সমতা ফেরাতে গেলে লর্ডসে ভারতীয়দের ভাল ব্যাটিং করতে হবে। বার্মিংহামের মতো ব্যর্থ হলে বিপদ। দক্ষিণ আফ্রিকাতেও প্রথম টেস্টে একই অবস্থা হয়েছিল। তাই ওপেনারদের একটা ভাল শুরু দরকার। গম্ভীর বলছিলেন, ‘‌৫ বোলারে খেললে ভারতের জেতার সুযোগ বাড়বে। সঙ্গে ব্যাটসম্যানদেরও রান করতে হবে। ২০০ রানে অলআউট হলাম। আর প্রতিবার বোলাররা ম্যাচে ফিরিয়ে আনবে। এমন ভাবাটা ভুল। কোহলি ছাড়া বাকিদেরও দায়িত্ব নিতে হবে।’‌ ‌‌
কোহলির প্রশংসা করলেন এই প্রাক্তন পাক ক্রিকেটারও

কোহলির প্রশংসা করলেন এই প্রাক্তন পাক ক্রিকেটারও


ওয়েবসংবাদ:‌ শোয়েব আখতার থেকে মহম্মদ আমির। প্রাক্তন থেকে বর্তমান পাক ক্রিকেটাররাও বিরাট কোহলির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন। এই তালিকায় নতুন সংযোজন আজহার মাহমুদ। লন্ডনের রাস্তায় বুধবার বিরাটের সঙ্গে দেখা হয়ে যায় প্রাক্তন পাক অলরাউন্ডারের। যে উত্তেজনা চেপে রাখতে পারেননি তিনি। ২০১১ সালেই ব্রিটেনের নাগরিকত্ব নিয়েছেন আজহার। বর্তমানে পাকিস্তানের বোলিং কোচ তিনি। টুইটারে একটি ছবি পোস্ট করেছেন আজহার। যে ছবিতে বিরাটের পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সঙ্গে আজহার লিখেছেন, ‘‌তোমার সঙ্গে দেখা হওয়ায় দারুণ লাগল। শুধু তরুণরা নয়। আমাদের মতো বুড়োদেরও অনুপ্রেরণা বিরাট।’‌ বুধবার অনুশীলন থেকে বেরোনোর পরেই আজহার মাহমুদের সঙ্গে দেখা হয়ে যায় বিরাটের। হাজার ব্যস্ততার মাঝেও প্রাক্তন পাক ক্রিকেটারের সঙ্গে দাঁড়িয়ে গল্প করেছেন ভারত অধিনায়ক। ছবি তুলেছেন। এজবাস্টন টেস্টে হারের পর লর্ডসে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। যদিও লর্ডস টেস্টের প্রথমদিনই ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি। এখনও টস হয়নি। ঘণ্টা বাজিয়ে প্রথম দিনের খেলা শুরু করবেন শচীন তেন্ডুলকার। কিন্তু বৃষ্টিই যে থামার লক্ষ্মণ নেই। ‌‌
আসছে ফ্লিপকার্টের বিশেষ সেল

আসছে ফ্লিপকার্টের বিশেষ সেল


‌ওয়েব সংবাদ:‌ ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুরু হচ্ছে ফ্লিপকার্টের বিশেষ সেল। এই সেল শুরু হবে ১০ আগস্ট থেকে। চলবে ৭২ ঘণ্টার জন্য, ১২ আগস্ট পর্যন্ত। যদিও কী কী ‘‌অফার’‌ দেওয়া হবে, সেটা এখনও জানানো হয়নি। তবে ফ্লিপকার্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সেলে যে সমস্ত ‘‌অফার’‌ দেওয়া হবে, সেটা অতীতের সমস্ত অফারকে ছাপিয়ে যাবে। ছাড়ের পাশাপাশি দেওয়া হবে ‘‌ক্যাশব্যাক’‌ এবং ‘‌বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’‌–এর ‘‌অফার’‌–ও। সূত্রের খবর, সবথেকে বেশি ছাড় দেওয়া হবে মোবাইল ফোন, ল্যাপটপ, টিভির মতো বৈদ্যুতিন পণ্যের ওপরে। পিছিয়ে নেই আর এক জনপ্রিয় ই–কমার্স ওয়েবসাইট ‘‌অ্যামাজন’‌–ও। তারাও স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সেল দেবে। তাদের সেলের সময়ও ওই একই। সবথেকে বেশি বিক্রি হতে পারে জিওমি, স্যামসাং, অ্যাপলের মতো সংস্থার মোবাইল ফোনগুলি।
স্বামীর হাতে খুন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা রেশমা

স্বামীর হাতে খুন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা রেশমা


ওয়েব সংবাদ: ‌পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী তথা গায়িকা রেশমাকে গুলি করে খুন করল তাঁরই স্বামী। ঘটনাটি ঘটেছে নওশেরার কালনা অঞ্চলে। জানা গিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অভিনেত্রী–গায়িকা ছিলেন রেশমা। সূত্রের খবর, অভিযুক্তের চতুর্থ স্ত্রী ছিলেন রেশমা। যিনি তাঁর ভাইয়ের সঙ্গে হাকিমাবাড় এলাকায় থাকতেন। পুলিস জানিয়েছে, অভিযুক্ত বাড়িতে ঢুকে তার স্ত্রীর ওপর গুলি চালাতে শুরু করে দেয়। তার আগে স্ত্রীর সঙ্গে বচসা হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর রেশমার স্বামী পালিয়ে যায়। পুলিস এই ঘটনার অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করেছে। পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া প্রদেশে এই নিয়ে ১৫ বার এ ধরনের ঘটনা ঘটল। যেখানে মহিলা শিল্পীদের ওপর হামলা করা হচ্ছে। এর আগেও শিল্পী সুনবুলকে ৩ ফেব্রুয়ারি গুলি করে খুন করা হয়। জলসায় এক ব্যক্তির সঙ্গে নাচ করতে অস্বীকার করায় তাঁকে গুলি করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। রেশমা বেশ কিছু পাস্তো গান গেয়েছেন এবং জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘‌ঝোবাল গলুনা’‌–তেও অভিনয় করেছেন।
১৫ বছর ধরে তরুণীকে ধর্ষণ ওঝার

১৫ বছর ধরে তরুণীকে ধর্ষণ ওঝার


ওয়েব সংবাদ:‌ ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি প্রদেশে ১৫ বছর ধরে নিখোঁজ থাকার পরে অবশেষে খোঁজ মিলল এক তরুণীর। তিনি যখন নিখোঁজ হয়েছিলেন তখন তাঁর বয়স ছিল ১৩ বছর। ভূতে ভর করেছে, এই ধারণার বশবর্তী হয়ে মেয়েটিকে ওঝার কাছে নিয়ে যান তরুণীর অভিভাবকরা। সেখানে তাঁকে একটি গুহার মধ্যে আটকে রাখে ওই ওঝা। তরুণীর অভিভাবকদের সে বোঝায়, দুষ্ট আত্মা নাকি মেয়েটিকে অন্যত্র নিয়ে গিয়েছে। এদিকে ওই গুহার মধ্যে ১৫ বছর ধরে তরুণীকে ধর্ষণ করে চলে সে। ১৫ বছর পরে ওই গুহা থেকে পালাতে সক্ষম হন তরুণী। গুহার কাছেই অসংলগ্নভাবে তাঁকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিসে খবর দেওয়া হয়। পুলিস আসার পরেই সামনে আসে সত্যিটা। ওই তরুণী জানিয়েছেন, দিনের পর দিন তাঁর মগজধোলাই করেছিল ওই ওঝা। তাঁকে এক মৃত বালকের ছবি দেখিয়ে বোঝানো হয়েছিল, এই বালকের আত্মা তাঁর ওপরে ভর করেছে। ওঝার সঙ্গে যৌনতায় লিপ্ত হলে আত্মা ছেড়ে চলে যাবে। যৌনতার সময় যাতে সে কোনও বাধা না দেয়, সেই কারণে নিয়মিত মাদক দেওয়া হতো ওই তরুণীকে। যৌনতায় রাজি না হলে চলত মারধর। অভিযুক্ত ওঝাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কম করে ২৫ বছরের জেল হবে তার।