গুয়াহাটি : ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা বাঙালি সম্প্রদায়ের এক পবিত্র উৎসৱ। নেপালি সম্প্রদায়ের মানুষও দিনটি উদযাপন করে। কিন্তু রাজ্য সরকার গত বছরের মত এইবারও বাঙালিদের পবিত্র উৎসৱের কথা বেমালুম ভুলে গিয়ে বা ইচ্ছাকৃতভাবে আগামি ২১ অক্টোবর দিনটি নেপালি জনগোষ্ঠীর জন্য রেসট্রিকটেড হলিডে হিসাবে ঘোষণা করেছে। শিল্প বাণিজ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটােয়ারি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে নেপালিদের ভাতৃ দ্বিতীয়া উপলক্ষ্যে রেসট্রিকটেড হলিডে দেওয়াৰ কথা ঘোষণা করেন। বাঙালি সম্প্রদায়ের ভাই-বােনের পবিত্র সম্পর্কে অন্যতম প্রধান ধমীয় উৎসৱ ভাতৃ দ্বিতীয়ার কথা উল্লেখই করলেন না।
সাংবাদিক সন্মেলনের শেষে মুখ্যমন্ত্রীর মিডিয়া এ্যডভায়সর ঋষিকেশ গোস্বামীকে এই প্রতিবেদক স্মরণ করিয়ে দিলে তিনি জানান, ‘মন্ত্রীর উচিত ছিল বাঙালিদের কথা উল্লেখ করা।’ গত বছর সরকার একই ভুল করেছিল৷ তখনও মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্যকে স্পর্শকাতর বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। সরকার এইবারও একই ভুল করল, যা রাজ্যে বাঙালি হিন্দু সম্প্রদায়েব মাঝে এক ভুল বার্তা যাবে।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
RELATED STORIES
শিক্ষক তথা সমাজকর্মী জ্যোতির্ময় ঘোষাল-এর প্রয়ানে স্মরন সভা জয়শ্ৰী আচাৰ্য, লামডিং: লামডিং রেলওয়ে
বরাক-ব্ৰহ্মপুত্ৰ উপত্যাকর মধ্যে বিভাজন আনছে উগ্র জাতীয়বাদী শক্তি গুয়াহাটি : কেন্দ্রের যৌথ সংসদীয় কমিটির (জেপ
ত্রুটিহীন ফলাফল প্রকাশ এবং মার্কশিট ও অন্যান্য নথি পত্র একই দিনে পৌঁছিয়ে দিয়ে নজির গড়েছে অসমঃ শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়ালের উত্তীর্ণ সফ
১৮১র টল ফ্রি নাম্বারে অভূতপূর্ব সাড়া : নথিভুক্ত করা হয়েছে ১৮২ টি নারী নির্যাতনের অভিযােগ গুয়াহাটি : অসমে ভয়ানক ভাবে নারী নির্যাতনের
দিদি আসছেন বরাক উপত্যকা জয় করতে গুয়াহাটি : দিদি এবার ব্রাক উপত্যকা জয় করতে
গুয়াহাটিতে আন্তঃকলেজ সংগীত প্রতিযােগিতা গুয়াহাটিঃ গুয়াহাটির ছয়মাইল অঞ্চলের কর্মী হ
0 comments: