# রাজ্যে ১৬০ বর্গকিলোমিটার এলেকায় স্থাপন হবে শিল্পজোন
# বাইরের শিল্পপতিরা জমি পাবে ৫০ শতাংশ ভরতুকিতে
গুয়াহাটি : রাজ্যে শিল্পোদ্যোগ বিকাশের লক্ষ্যে আগামি ফেব্রুয়ারি মাসে বিশ্ব শিল্প বিনিয়োগ মহা সম্মেলনের আয়োজন করা হবে।এই বিশ্ব শিল্প বিনিয়োগ মহাসন্মেলন উদ্বোধন করবেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰমোদী৷ দেশ-বিদেশের বিভিন্ন শিল্পোদ্যোগ-কোম্পানি এই সম্মেলনে অংশ গ্রহণ করবে।
# বাইরের শিল্পপতিরা জমি পাবে ৫০ শতাংশ ভরতুকিতে
গুয়াহাটি : রাজ্যে শিল্পোদ্যোগ বিকাশের লক্ষ্যে আগামি ফেব্রুয়ারি মাসে বিশ্ব শিল্প বিনিয়োগ মহা সম্মেলনের আয়োজন করা হবে।এই বিশ্ব শিল্প বিনিয়োগ মহাসন্মেলন উদ্বোধন করবেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰমোদী৷ দেশ-বিদেশের বিভিন্ন শিল্পোদ্যোগ-কোম্পানি এই সম্মেলনে অংশ গ্রহণ করবে।
দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপের বিভিন্ন বহুজাতিক কোম্পানি আগামি তিন-চার ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণ করবে। এই বিশ্ব শিল্প সন্মেলন সফল হ’লে রাজ্যে কর্মসংস্থানের পথ সুগম হবে। রাজ্যের আর্থিক পরিস্থিতিও ভাল হবে। মঙ্গলবার মন্ত্রীসভায় গৃহীত সিদ্ধান্তগুলির কথা জানিয়ে এই বিশ্ব সন্মেলন সফল হবে বলে আশা প্রকাশ করেন। তিনি দাবি করেন— কেবিনেট কমিটির বৈঠকে শিল্প বিকাশের লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা আগে কখনও হয়নি। স্থানীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগগুলিকে বাঁচানাের লক্ষ্যে বহিরাগত শিল্পোদ্যোগগুলোকে অন্ততঃ ২৫ শতাংশ কাঁচা মাল স্থানীয় ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগগুলির কাছ থেকে ক্রয় করতেই হবে। স্থানীয় ক্ষুদ্র শিল্পোদ্যোগগুলির রক্ষাকবজের স্বার্থে ২০১৫ সালের শিল্পনীতি সংশোধনী ঘটানো হয়েছে। রাজ্যে কেউ যদি আই টি সেন্টার, কল সেন্টার, সফটওয়্যার ডেভেলপমেন্ট করে শিল্প স্থাপন কবতে চাই, তবে তাদেরকে সরকার বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্য, জমি ক্ৰয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ ভরতুকি দেবে।
মুখ্যমন্ত্রীর মিডিয়া এ্যডভাইসর ঋষিকেশ গোস্বামী প্রমুখদের উপস্থিতিতে এই বৈঠকে শিল্প-বাণিজ্য মন্ত্রী পাটােয়ারি জানান, হ্যাণ্ডলুম, বায়ােটেক, পর্যটন প্রভৃতি নীতি গ্রহণ করা হয়। ষ্টাৰ্ট আপ পলিসির লক্ষ্যে ডিজিটেল ব্যৱস্থা যথাযথ রূপায়নের জন্য দেশের সফল ডিজিটেল ব্যৱস্থার রাজ্য তেলেঙ্গানার সঙ্গে রাজ্য সরকার এক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করবে। রাজ্যে ১৬০ বর্গ কিলোমিটার এলেকা জুড়ে এক ইণ্ডাসট্রিয়াল জোন গঠন করা হবে। বাইরের কোনও শিল্পপতি রাজ্যে শিল্প স্থাপন করতে গেলে ল্যাণ্ডবেংকের মাধ্যমে জমি দেওয়া হবে। ৫০ শতাংশ ভরতুকি মূল্যে জমি দেওয়া হবে। রাজ্যে চিনি কল স্থাপনেৰ লক্ষ্যে বাইরের দুটি কোম্পানি কোঠারি এবং উত্তম সুগার কোম্পানির সঙ্গে সরকার সমঝোতা চুক্তিতে আবদ্ধ হয়েছে। চুক্তি অনুযায়ী একটি সুগার কোম্পানি ৩০ কিলোমিটার জায়গা জুড়ে ব্যবসা করতে পারবে। সেই এলেকাই অন্য কোনও সুগারমিল কোম্পানি ব্যবসা করতে পারবে না।
রাজ্যে কর্মসংস্থানের লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষার ওপর জোর দিয়ে মন্ত্রী জানান তার সঙ্গে এক জাপানি ব্যবসায়ী প্রতিনিধির আলোচনা হয়েছে। সেই প্রতিনিধি দল রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুৱতীদের ছয় মাসের মধ্যে জাপানি ভাষা শিখিয়ে দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় জাপানি কোম্পানি গুলিতে নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন।এদিকে মন্ত্ৰী প্ৰতিশ্ৰুতি দিয়েছেন, সরকার কেন্দ্ৰীয় সরকারের ডিজিটেল নীতি পুরোপুরিভাবে গ্ৰহণ করে প্ৰতিটি ঘরে ব্ৰডবেন্ড সংযোগের ব্যবস্থা করবে৷
0 comments: