এয়ারটেলকে তাদের লোকসানে চলা টেলিকম ব্যবসা বিক্রি করে দিতে চলেছে টাটা গোষ্ঠী। চারমাস ধরে আলোচনার পরে এয়ারটেল টাটা টেলিসার্ভিসেস কিনে নিতে চলেছে বলে সূত্রের খবর। এরফলে চার কোটি গ্রাহক পাবে এয়ারটেল। টাটা টেলি সার্ভিসেসের ১০ হাজার কোটি টাকার স্পেকট্রাম বোঝাও নিচ্ছে এয়ারটেল। এখন ১৯ সার্কেলে ১৮০ মেগাহার্জৎ–এর ৮০০, ১৮০০, ২১০০ এমএইচজেড (৩ জি এবং ৪ জি) ব্যবসা রয়েছে। চুক্তি অনুযায়ী টাটাদের অপটিক্যাল ফাইবারের স্বত্বও ব্যবহার করতে পারবে এয়ারটেল। বাজার বিশেজ্ঞরা বলছেন, দুই সংস্থা টেলি সার্ভিসেস ব্যবসার মাধ্যমে কাছে আসছে। ভবিষ্যতে ডিটিএইচ, বিদেশে কেবল এবং অন্যান্য ব্যবসা নিয়েও সমঝোতা করতে পারে তারা। টাটা সন্সের নতুন চেয়ারম্যান টাটা গোষ্ঠীকে ভারমুক্ত করবেন বলে দায়িত্ব নিয়েছেন। সেদিক থেকে লোকসানে চলা টেলিসার্ভিস বিক্রি করাকে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। গোল্ডম্যান স্যাকস এই চুক্তির মধ্যস্থতা করেছে।
টাটাদের টেলিকম ব্যবসা বিক্রি করেছে এয়ারটেলকে?
এয়ারটেলকে তাদের লোকসানে চলা টেলিকম ব্যবসা বিক্রি করে দিতে চলেছে টাটা গোষ্ঠী। চারমাস ধরে আলোচনার পরে এয়ারটেল টাটা টেলিসার্ভিসেস কিনে নিতে চলেছে বলে সূত্রের খবর। এরফলে চার কোটি গ্রাহক পাবে এয়ারটেল। টাটা টেলি সার্ভিসেসের ১০ হাজার কোটি টাকার স্পেকট্রাম বোঝাও নিচ্ছে এয়ারটেল। এখন ১৯ সার্কেলে ১৮০ মেগাহার্জৎ–এর ৮০০, ১৮০০, ২১০০ এমএইচজেড (৩ জি এবং ৪ জি) ব্যবসা রয়েছে। চুক্তি অনুযায়ী টাটাদের অপটিক্যাল ফাইবারের স্বত্বও ব্যবহার করতে পারবে এয়ারটেল। বাজার বিশেজ্ঞরা বলছেন, দুই সংস্থা টেলি সার্ভিসেস ব্যবসার মাধ্যমে কাছে আসছে। ভবিষ্যতে ডিটিএইচ, বিদেশে কেবল এবং অন্যান্য ব্যবসা নিয়েও সমঝোতা করতে পারে তারা। টাটা সন্সের নতুন চেয়ারম্যান টাটা গোষ্ঠীকে ভারমুক্ত করবেন বলে দায়িত্ব নিয়েছেন। সেদিক থেকে লোকসানে চলা টেলিসার্ভিস বিক্রি করাকে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। গোল্ডম্যান স্যাকস এই চুক্তির মধ্যস্থতা করেছে।
0 comments: