দিপাবলী উপলক্ষে নতুন অফার আনল জিও। এবার ৩৯৯ টাকার রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাকের সুবিধা দিতে চলেছে এই সংস্থা। সংস্থার তরফে নতুন অফার ঘোষণা করে বলা হয়েছে, ৩৯৯ টাকার রিজার্চ করলেন, আপনাকে মোট আটটি ৫০ টাকার আলাদা আলাদা ভাউচার দেওয়া হবে। সেই ভাউচারগুলি একসঙ্গে ব্যবহার করতে পারবেন না গ্রাহক। তবে পরে একাধিক রিচার্জের ক্ষেত্রে এই ভাউচার ব্যবহার করা যাবে। যদিও, এই অফার পাওয়া যাবে কয়েকদিনের জন্যেই। আজ, মানে ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এই অফার পাবেন সাধারণ গ্রাহকরা। অফারের বিষয়ে আরও বুঝিয়ে বলতে একটি উদাহরণও এক্ষেত্রে ব্যবহার করা যায়। ৩৯৯ টাকা রিচার্জে যে ভাউচার গ্রাহক পাবেন, সেই ভাউচার যদি তিনি পরের ৩০৯ টাকার রিচার্জের জন্য ব্যবহার করেন, তাহলে অন্টারনেটের মাধ্যমে তাঁকে দিতে হবে ২৫৯ টাকা।
জিওর নতুন ধামাকা অফার
দিপাবলী উপলক্ষে নতুন অফার আনল জিও। এবার ৩৯৯ টাকার রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাকের সুবিধা দিতে চলেছে এই সংস্থা। সংস্থার তরফে নতুন অফার ঘোষণা করে বলা হয়েছে, ৩৯৯ টাকার রিজার্চ করলেন, আপনাকে মোট আটটি ৫০ টাকার আলাদা আলাদা ভাউচার দেওয়া হবে। সেই ভাউচারগুলি একসঙ্গে ব্যবহার করতে পারবেন না গ্রাহক। তবে পরে একাধিক রিচার্জের ক্ষেত্রে এই ভাউচার ব্যবহার করা যাবে। যদিও, এই অফার পাওয়া যাবে কয়েকদিনের জন্যেই। আজ, মানে ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এই অফার পাবেন সাধারণ গ্রাহকরা। অফারের বিষয়ে আরও বুঝিয়ে বলতে একটি উদাহরণও এক্ষেত্রে ব্যবহার করা যায়। ৩৯৯ টাকা রিচার্জে যে ভাউচার গ্রাহক পাবেন, সেই ভাউচার যদি তিনি পরের ৩০৯ টাকার রিচার্জের জন্য ব্যবহার করেন, তাহলে অন্টারনেটের মাধ্যমে তাঁকে দিতে হবে ২৫৯ টাকা।
0 comments: