আবাসন শিল্পকে জিএসটি–র অধীনে আনা হবে বলে ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আগামী মাসে গুয়াহাটিতে জিএসটি পরিষদের পরবর্তী বৈঠকে এই নিয়ে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন। তাঁর কথায়, রিয়েল এস্টেট শিল্পেই সবচেয়ে কর ফাঁকির ঘটনা সামনে এসেছে। এই ক্ষেত্রেরই সবচেয়ে বেশি অগ্রগতি ঘটছে। তাই জিএসটি–র আওতায় আনলে ক্রেতারা উপকৃত হবেন। কারণ তাঁদের একবারই কর দিতে হবে। জেটলি জানিয়েছেন, বেশ কিছু রাজ্য আবাসনকে জিএসটি–র আওতায় আনার দাবি করেছে। অনেক রাজ্য আবার এর বিরোধী। জেটলির দাবি, জিএসটি চালু হলে আবাসনে এখনকার তুলনায় কর প্রায় কিছুই দিতে হবে না। ক্রেতারাও করের আওতায় চলে আসবেন। ‘ছায়া অর্থনীতি’র প্রকোপ মুক্ত হবে দেশ।
আবাসনকেও জিএসটি–র আওতায় চাইছেন জেটলি
আবাসন শিল্পকে জিএসটি–র অধীনে আনা হবে বলে ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আগামী মাসে গুয়াহাটিতে জিএসটি পরিষদের পরবর্তী বৈঠকে এই নিয়ে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন। তাঁর কথায়, রিয়েল এস্টেট শিল্পেই সবচেয়ে কর ফাঁকির ঘটনা সামনে এসেছে। এই ক্ষেত্রেরই সবচেয়ে বেশি অগ্রগতি ঘটছে। তাই জিএসটি–র আওতায় আনলে ক্রেতারা উপকৃত হবেন। কারণ তাঁদের একবারই কর দিতে হবে। জেটলি জানিয়েছেন, বেশ কিছু রাজ্য আবাসনকে জিএসটি–র আওতায় আনার দাবি করেছে। অনেক রাজ্য আবার এর বিরোধী। জেটলির দাবি, জিএসটি চালু হলে আবাসনে এখনকার তুলনায় কর প্রায় কিছুই দিতে হবে না। ক্রেতারাও করের আওতায় চলে আসবেন। ‘ছায়া অর্থনীতি’র প্রকোপ মুক্ত হবে দেশ।
0 comments: