লামডিং : লংকা-লামডিং ৫৪ নং জাতীয় সড়কে মঙ্গলবার সন্ধ্যা সারে ছয়টা নাগাদ এক ভয়ংকর পথ দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় নিহত হন দুই বাইক আরোহী৷ লামডিং সংরক্ষিত ঘন জঙ্গলের মধ্যে নাম্বার প্লেট বিহীন এক বাইকে লামডিং আসছিলেন দুই যুবক৷ অজ্ঞাত কোন বাহনের ধাক্কায় দুর্ঘটনা ঘটে বলে সন্দেহ করা হচ্ছে৷ মৃত দুই যুবক লামডিং খ্রীষ্টান বস্তির অর্জুন ঘোষ এবং গোপাল মজুমদার বলে জানা গেছে৷
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
0 comments: