ক্ৰমশঃ ছড়াচ্ছে ডেঙ্গি : ডাক্তাররা লিখতে পারবেন না ডেঙ্গি

গুয়াহাটি : প্ৰতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দোপাধ্যায় স্বয়ং স্বাস্থ্য বিভাগের দায়িত্বে আছেন৷ স্বাস্থ্য বিভাগের অবস্থা শোচনীয়৷ ডেঙ্গি রোগ মারাত্মক রূপ ধারণ করেছে৷ প্ৰতিটি জেলার হাস্পাতালগুলিতে হাজার হাজার ডেঙ্গি রোগী ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না৷ কলকাতা মহানগরীতেই ডেঙ্গি মহামারী রূপ ধারণ করেছে৷ কিন্তু হাস্পাতালের ডাক্তাররা তাদের প্ৰেসক্ৰিপশনে ডেঙ্গি রোগ লিখতে পারবেন না৷ মুখ্যমন্ত্ৰী মমতার বারণ আছে৷ লিখলে স্বাস্থ্য বিভাগের বদনাম হবে৷ 
কিন্তু অসমে সে ধরণের কোনও হুকুম না থাকলেও ডেঙ্গি রোগ ক্ৰমশঃ ছড়াচ্ছে৷ শুধু গুয়াহাটি মহানগরে ১৫৯৭ ডেঙ্গি রোগী শনাক্ত করা হয়েছে৷ তিনসুকিয়া, যোরহাট, ডিব্ৰুগড়, গোলাঘাট এবং শিবসাগরে বহু লোক এই রোগে আক্ৰান্ত৷ গত ২০১৫ সালের ১০৮৮ জন রোগী এই রোগে আক্ৰান্ত হয়েছিল৷ ২০১৬ সালে আক্ৰান্তর সংখ্যা বেড়ে ৩৯১০ দাঁড়িয়েছিল৷ এই পৰ্যন্ত ১৮৩৯ জন ডেঙ্গি রোগে আক্ৰান্ত হয়েছে বলে বিভিন্ন সূত্ৰে জানা গেছে৷ তবে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ডেঙ্গি রোগ সম্পৰ্কে প্ৰতিরোধমূলক ব্যবস্থা গ্ৰহণের সব ব্যবস্থা হাতে নেওয়া হলেও এই সংক্ৰামক ডেঙ্গি রোগ কিন্তু বেড়েই চলেছে৷

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: