বিশেষ প্ৰতিনিধি, কলকাতা : বাংলার রাজধানী কোলকাতার বিভিন্ন অঞ্চলে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গি। সম্প্রতি এই মারন রোগে আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলির দাদা তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস৷ বর্তমানে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন।
তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় উদ্বেগ বাড়ছে৷ ইতিমধ্যে প্লেটলেট নেমে গিয়েছে ২০ হাজারেরও নীচে! জ্বর না কমায় স্বভাবতই উদ্বিগ্ন চিকিৎসকরা৷ বিশেষসূত্রে প্রকাশ, ডেঙ্গি আক্রান্ত
স্নেহাশিসকে কড়া পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা৷ সোমবার সন্ধ্যায় তাঁর রক্ত পরীক্ষা করা হয়৷ গত বুধবার থেকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্নেহাশিস৷ সূত্রে প্রকাশ; দিন কয়েক আগে তিনি
ওড়িশা থেকেই জ্বরে আক্রান্ত হয়ে শহরে ফিরেছিলেন। তারপর রক্ত পরীক্ষার পরেই ডেঙ্গি ধরা পড়ে তাঁর ৷ খবর পেয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান। এ ব্যাপারে পুর নিগমের পক্ষ থেকেও সমস্ত রকম সাহায্য করা হবে বলে জানানো হয়ছে৷
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
0 comments: