ব্যতিক্ৰম-মাসডোর উদ্যোগে গুয়াহাটিতে “নো হৰ্ণ জোন’

গুয়াহাটি : দেশের অন্যতম দূষিত শহর গুয়াহাটি মহানগরী। এ শহরে প্রতিদিন দশ লক্ষাধিক গাড়ি চলাচল করে। তা থেকে নিৰ্গত হয় কার্বন ডাইঅাইডের মত মারাত্মক বিষ। এই দূষণ নিয়ন্ত্রণের জন্য পলিউশন কন্ট্রোল বাের্ড সীমিত কিছু ব্যবস্থা করলেও ফলপ্রসূ হচ্ছে না। ৬০ ডেসিবেলের থেকেও বহু বেশি শব্দ দূষণ ছড়াচ্ছে। 
দেশের অন্যান্য শহরের মত “নো হৰ্ণ জোন’ নেই। এই সর্বপ্রথম স্বেচ্ছাসেবী সংস্থা ব্যতিক্রম-মাসডোর উদ্যোগে সরকার এ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। ব্যতিক্রম-মাসডোর কর্ণধার সৌমেন ভারতীয়া, পিন্টু গুপ্ত এবং অন্যান্য প্রতিনিধিরা রাজ্যপাল জগদিশচন্দ্র মুখির সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে আগামী পয়লা জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ৯০ দিন ব্যাপী ‘নাে হৰ্ণ জোন প্লীজ” কর্মসূচীর কথা জানান। রাজ্যপাল এই কর্মসূচীর ভূয়সী প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন। 
ব্যতিক্রম প্রকাশন সংস্থার প্রধান সৌমেন ভারতীয়া জানান, এই কর্মসূচী উপলক্ষে এক থীম রচনা করা হচ্ছে। পাপন, জুবিন, দেবজিৎ সাহা প্রমুখ বিশিষ্ট শিল্পীরা এই থীম সঙে কণ্ঠদান করবেন। 
গুয়াহাটি মহানগরীর জেলা পরিবহন অফিসার প্রসেনজিৎ ঘোষ জানান, এই বছরে কামরূপ মেট্ৰো ডি টি ও থেকে সাড়ে ন লক্ষ গাড়ী নথিভুক্ত হয়েছে। প্রতিদিন দুশ থেকে তিনশ গাড়ী নথিভুক্ত হচ্ছে। তার মধ্যে চার চাকার গাড়ী প্রায় ৪০ শতাংশ। তিনি বলেন অন্যান্য মহানগরীর মত গুয়াহাটিতেও ‘নো হৰ্ণ জোন’ করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্ৰ, শিক্ষানুষ্ঠানের আশ-পাশে ‘নো হৰ্ণ জোন’ থাকা আবশ্যক৷ কারণ এই শব্দ দূষণের ফলে রোগী এবং ছাত্ৰ-ছাত্ৰীদের ক্ষতি হয়৷

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: