সশস্ত্র সেনা পতাকা দিবস : এ জি বসুমতারীকে সৌৰ্য্য চক্র গ্যালেন্ট্ৰি পুরষ্কার


গুয়াহাটি : দেশজুড়ে সশস্ত্র সেনা পতাকা দিবস আজ উদযাপিত হলো। দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেসব সেনা প্রাণ আহুতি দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের লক্ষ্যে ১৯৪৯ সাল থেকে আজকেই এই বিশেষ দিনটি পালন করা হচ্ছে। আজ রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও দিনটি পালন করা হয়। আজ রাজভবনে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী সেনা অফিসার এবং রাজ্য সরকারের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাজ্যের ১৯ টি জেলা সৈনিক কার্যালয়ের ৯২ জনকে গ্যালেন্ট্ৰি পুরষ্কাৰ, ৯৪ হাজার প্রাক্তন সেনা, ৫৮২৮ জন বীর নরিস, ১৭৯ জন প্রতিবন্ধীকে পুরস্কৃত করেন। রাজ্যপাল গতকাল ডঃ বি আর আম্বেদকারের ৬২তম মৃত্যু দিবস উপলক্ষে প্রধান মন্ত্রী মূদ্রা যোজনায় ৫৩৭৩ দুর্বল শ্রেণীর দুস্থ মানুষকে ঋণ প্রদান করেন। 
অপরদিকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনােয়াল কেন্দ্রীয় স্ব-রাষ্ট্র বিভাগের উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলের ৮ রাজ্যের বৈঠকে যোগ দিতে কলকাতায় গেছেন। তার অনুপস্থিতিতে মিডিয়া এ্যডভাইসর হৃষিকেশ গোস্বামী সেনা অফিসার এ জি বসুমতারীকে সৌৰ্য্য চক্র গ্যালেন্ট্ৰি পুরষ্কার প্রদান করেন। এই পুরষ্কার হিসেবে তার হাতে তুলে দেন ১০.২৫ লক্ষ টাকা। অন্যান্য সেনাবাহিনীর অফিসারদের উপস্থিতিতে এই পুরষ্কার প্রদান করা হয়।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: