ডিজিটাল ব্যবস্থার নামে বিভ্ৰান্তির সৃষ্টি

গুয়াহাটী : ষ্টেট ব্যাংক অফ ইণ্ডিয়া সংবাদপত্ৰে বিজ্ঞাপন দিয়েছে-‘‘ডিজিটেল লাইফের সুযোগ গ্রহণ করুন, আপনার ব্যাংক আ্যকাউন্টে আধার নম্বর এবং মোবাইল নম্বর সংযুক্ত করুন৷’’ জিও কৰ্তৃপক্ষ জানিয়েছে ভারত সরকার আগামী ৬ ফেব্ৰুয়ারীর মধ্যে জিও মোবাইলের সঙ্গে আধার নম্বর সংযোগ বাধ্যতামূলক করেছে৷ কেন্দ্ৰীয় সরকার প্যান কাৰ্ডের সঙ্গে আধার নম্বর যোগ বাধ্যতামূলক করতে চলেছে৷ এই সব নিৰ্দেশের প্ৰেক্ষিতে আম জনতার মধ্যে বিভ্ৰান্তির সৃষ্টি হয়েছে৷ অসমে আগামী ১ জানুয়ারি থেকে আধার কাৰ্ড প্ৰস্তুত হবে৷ ইতিমধ্যে গুয়াহাটীতে বেসরকারীভাবে সীমিত সংখ্যক আধার কাৰ্ড প্ৰস্তুত শুরু হয়েছে৷ কেন্দ্ৰীয় টেলি কমিউনিকেশন বিভাগের এক সূত্ৰে জানা গেছে আগামী বছর থেকে প্ৰতিটি স্মাৰ্টফোনের সঙ্গে স্যাটেলাইট নিৰ্ভর জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম থাকা বাধ্যতামূলক করা হবে৷ এই ব্যবস্থার সঙ্গে প্ৰতিটি স্মাৰ্টফোনের সঙ্গে রিয়েল টাইম লোকেশন ট্ৰ্যাকিং সিষ্টেম থাকবে৷ সঙ্গে থাকবে প্যানিক বাটনও৷ বিপদে পড়লে প্যানিক বাটন টিপে সংকেত পাঠিয়ে বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে৷ এইভাবে আধার কাৰ্ড, প্যান কাৰ্ড, এটিএম কাৰ্ডসহ অন্যান্য ডিজিটাল সিষ্টেমকে একসূত্ৰে বেঁধে দেশে ডিজিটাল ব্যবস্থা কায়েম সফল হবে কি না ওয়াকিবহাল মহল সন্দেহ করছে৷

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: