অত্যাধিক আত্ম সন্তুষ্টিতে ভোগা ঠিক নয় : হাফিজ চৌধুরী

গুয়াহাটি : রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীর মহিলাদের স্বস্তি দিয়ে সুপ্ৰীম কোর্ট পঞ্চায়েত সচিবদের ইসু করা সাৰ্টিফিকেট শর্তাধীনে বৈধ বলে ঘোষণা করেন। সেইসঙ্গে ওরিজিনাল ইনহ্যাবিটেন্টকে এনআরসি-তে অপ্রাসঙ্গিক বলে রায় দিয়েছেন। এই রায় ঘোষণার পর রাজ্যজুড়ে একাংশ দল-সংগঠনের মধ্যে কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশেষ করে সোসাল মিডিয়াতে খুব চর্চা হচ্ছে। সেই ব্যাপারে রাজ্যের বিশিষ্ট আইনজীবী তথা নাগরিক অধিকার সুরক্ষা সমিতির উপদেষ্টা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা শুভ লক্ষণ নয়। আত্ম সন্তুষ্টিতে ভোগা ঠিক হচ্ছেনা। কারণ পঞ্চায়েত নথি পরীক্ষা করার সময় বেশ কিছু গড়-মিল দেখা দিতে পারে। মহিলার ক্ষেত্রে লিংকেজ সাটিফিকেট সঠিন বলে প্রমাণ পাওয়া গেলেও যদি তার পিতার লিগাসি ডাটা সঠিক না হয়, তবে তাকে নাগরিকত্ব প্রমাণ করা যাবে না। ফলে স্বাভাবিকভাবেই তার নাম এন আর সি থেকে কাটা পড়তে পারে। এই ধরণের সম্ভাবনায় বেশি। তাই সুপ্ৰীম কোর্টের রায়ে উৎফুন্ন হওয়ার কিছু নেই। সংখ্যালঘু জনগোষ্ঠীর উচিত তাদের নাগরিকত্বের প্রমাণ পত্রগুলি যথাযথভাবে এন আর সি সেবা কেন্দ্ৰে দাখিল করা। সুপ্ৰীম কোর্টে এই রায়কে স্বাগত জানিয়ে গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী চৌধুরী বলেন, সুপ্ৰীম কোর্ট সংখ্যালঘু মানুষ দেখে রায় দেয়নি, নিরপেক্ষভাবে আইনের দিকে লক্ষ্য রেখে এই রায় দিয়েছেন। এই রায় রাজ্যের সংখ্যালঘু মানুষের স্বাৰ্থ সুরক্ষা করবে ঠিকই, কিন্তু পঞ্চায়েত সাটিফিকেট সম্পর্কে সুপ্ৰীম কোর্ট যে শর্ত বেধে দিয়েছেন, তা পূরণ করা সহজ কথা নয়। তাই অত্যাধিক আত্ম সন্তুষ্টিতে ভোগা ঠিক হবে না৷

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: