গুয়াহাটি : অসম তথা উত্তর-পূর্বাঞ্চলের সুদূর বিস্তৃর্ণ বনভূমি, বিভিন্ন প্রজাতির বন্যজন্তু, গাছ-গাছরা, জৈব বৈচিত্র্য, নৈ-সর্গিক মনােরম প্রাকৃতিক পরিবেশ এই অঞ্চলের কৃষ্টি-সংস্কৃতি বৈশিষ্ট্য প্রভৃতির ক্ষেত্রে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে গুয়াহাটি মহানগরে দুদিন ব্যাপী আন্তঃজাতিকটুরিজিম মাের্ট অনুষ্ঠিত হলো। গুয়াহাটি মহানগরির পঞ্চতারকা তাজ ভিভান্ট হােটেলে ২৯টি দেশের ৬৭জন প্রতিনিধিদের উপস্থিতিতে পর্যটন উৎসব অনুষ্ঠিত হয়।
আজ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় পর্যটন বিভাগের সচিব রশ্মি ভার্মা বলেন, উত্তর-পূর্বাঞ্চলের ৮১টি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সড়ক, বিমান পরিবহন উন্নত করার লক্ষ্যে আগামী ৬ মাসের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কায়েম করা হবে। রাজ্যের পর্যটন বিভাগের মন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা বলেন, ৬৭ জন বিদেশি প্রতিনিধি ছাড়াও দেশের ৪২জন টুর্ঘ্যর অপরাটের অংশগ্রহণ করেন। তিনি বলেন, অসম তথা উত্তর পূর্বাঞ্চলের পর্যটন ক্ষেত্রে বিরাট সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীর এক্ট-ইষ্ট পলিসি বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের উন্নয়েন সবিশেষ গুরুত্ব আরোপ করেছেন।
রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনােয়াল, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু, মন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা প্রমুখদের উপস্থিতিতে মঙ্গলবার দুদিন ব্যাপী এই আন্তঃজাতিক ট্যুরিজিম মার্টের উদ্বোধন করেন। এই সন্মেলনে ডোনার সচিব নবীন ভার্মা, এনইসি সচিব রাম মুইভা,উপদেষ্ট গৌতম চিন্তে, রাজ্যিক পর্যটন বিভাগের কমিশনার সচিব আর সি জৈন, অধ্যক্ষ জয়ন্ত মল্ল বরুয়া, টুর্ঘ্যর অপারেটর অরিজিৎ পুরকায়স্থ, প্রাক্তন সচিব এম পি বেজবরুয়া, এডিটিওআই-র সভাপতি পি পি খান্না, আই এ টি ও-র সভাপতি স্বদেশ কুমার, সহ-সভাপতি রাজীব কোহলি, প্রমুখ উপস্থিত ছিলেন।
0 comments: