সুপ্ৰীম কোর্টের ঐতিহাসিক রায় : এনআরসিতে পঞ্চায়েত নথি বৈধ, অপ্রাসঙ্গিক ও আই

গুয়াহাটি : অসমের প্রায় ৪৮ লক্ষ হিন্দু-মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর মহিলা যারা পঞ্চায়েত সচিবদের নথি-পত্ৰ দাখিল করে এন আর সিতে আবেদন করেছিলেন, গুয়াহাটি হাইকোৰ্র্ট সেইসব নথি-পত্ৰকে অবৈধ ঘোষণা করেছিল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্ৰীম কোৰ্র্ট আজ পঞ্চায়েত সচিবদের নথি-পত্ৰকে বৈধ ঘোষণা করে রাজ্যের ৪৮ লক্ষ সংখ্যালঘু মহিলাকে স্বস্তি দিলেন। তবে পঞ্চায়েত সচিবদের স্বাক্ষর এবং বিষয়-বস্তুগুলি রি-ভেফিফিকেশনের নির্দেশ দিয়েছেন। এছাড়াও বহু চৰ্চিত ওরিজিনাল ইনহ্যাবিটেন্ট এই বিভাজনমুখী সিদ্ধান্তকে খারিজ করে অপ্রাসঙ্গিক বলে নির্দেশ দেন। 
উল্লেখ্য জমিয়ত উলামাই-হিন্দ, আমসু, অসম উইমেন সোসাল জাষ্টিস ফোরাম এবং ব্যক্তিগতভাবে রূপজান বেগম, সুফিয়া বেগম, মনোয়ারা বেওয়া, নুরজাহান বেগম প্রমুখদের জনস্বর্থ সম্পর্কিত আবেদনের প্রেক্ষিতে আজ সুপ্ৰীম কোর্টের বিচারপতিরঞ্জন গগৈ এবং বিচারপতি রহিন্টন ফলি নরিম্যান নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ এই গুরুত্বপূর্ণ রায়দান করেন। অপরদিকে জমিয়ত উলামা ই-হিন্দ, অসম রাজ্যিক জমিয়ত উলেমা, আমসু, অসম উইমেন সোসাল জাষ্টিস ফোরাম, কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে” পুরকায়স্থ এবং অন্যান্যরা, এবং ব্যক্তিগতভাবে সুফিয়া বেগম, ভানু রায় রাভা, ব্রেলিঠা মারাক, তাপসী দেবী, ৰঞ্জিৎকুমার দাস প্রমুখদের জনস্বর্থ সম্পর্কিত আবেদনের প্রেক্ষিতে সুপ্ৰীম কোৰ্র্ট ওরিজিনাল ইনহ্যাবিটেন্টকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে রায়দান করেন। 
অসম রাজ্যিক জমিয়ত উলেমা আজ এআইইউডঞিফ-এর দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে জমিয়তের সভাপতি তথা এআইইউডিএফ সুপ্ৰীমো বদরুদ্দিন আজমল সুপ্ৰীম কোর্টের ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে বলেন, তাদের সুপ্ৰীম কোৰ্র্টের প্রতি পূর্ণ আস্থা আছে। তিনি বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে সংখ্যালঘু মহিলাদের মৌলিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে এআইইউডিএফ বদ্ধ পরিকর। তারা প্রথম থেকে চাইছে এন আর সি সুষ্ঠুভাবে সম্পন্ন হােক। তিনি এন আর সির কাজে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেন। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হিসেবে রাহুল গান্ধীর সফলতা কামনা করে বদরুদ্দিন আজমল বলেন, কংগ্রেসের আভ্যন্তরীণ সাংগঠনিক সিদ্ধান্ত সম্পর্কে তার বলার কিছু নেই। তবে যুব প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমার দেয়া আছে। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী কথায় কথায় যুব প্রজন্মের কথা বলেন, অথচ কেন্দ্রীয় মন্ত্রীসভায় ২-৩ জন ছাড়া যুব মন্ত্রী নেই। পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আগে এন আর সির কাজ সম্পূর্ণ হােক, তার পর পঞ্চায়েত নির্বাচন নিয়ে কথা বলব। 
দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুপ্ৰীম কোর্টের আজকের ঐতিহাসিক রায় সম্পর্কে বলেন, সুপ্ৰীম কোৰ্র্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় সরকার এনআরসির চূড়ান্ত রায় ৭ মাস পিছিয়ে দিতে চাইছিলেন। কিন্তু ডিভিশন বেঞ্চ তা গ্রাহ্য না করাটা এক সঠিক সিদ্ধান্ত। 
আইনজীবী নজরুল হক মাঝারভূইয়া কংগ্রেসের দিকে আঙুল তুলে বলেন, তরুণ গগৈ নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলে ভূমিধর বর্মনের নেতৃত্বে নাগরিকত্ব সম্পৰ্কীয় এক সাব-কমিটি গঠন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী সেই সাব-কমিটিত নাগরিকত্ব সংশোধনের প্রস্তাব দিয়ে ‘ওরিজিনাল ইনহ্যাবিটেন্ট” কথাটি সংযুক্ত করেন। প্রথমে “ওরিজিনালি ইনহ্যাবিটেন্ট” কথাটি ছিল, পরে ‘ওরিজিনাল ইনহ্যাবিটেন্ট’ হিসেবে শব্দটি থেকে যায়। কংগ্রেসেরই সৃষ্টি ও আই, অথচ আজ কংগ্রেস বিধায়করা সেই ও আই বিলুপ্ত করার দাবী জানিয়ে সুপ্ৰীম কোৰ্র্টের দ্বারস্থ হওয়াটা হাস্যকর।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: