গুয়াহাটি : বাঙালিদের নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকারের সদিচ্ছার কোনও অভাব নেই। রাজ্য বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে সেই সদিচ্ছার কথা ব্যক্ত করেছিলেন, তা পূরণ করবেই। তাই নাগরিকত্ব নিয়ে বাঙালিদের মধ্যে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, তার কোনও অর্থ নেই। আগামী ৩১ ডিসেম্বর এন আর সির প্রথম খসড়া তালিকা প্রকাশ পাবে। তার পর দ্বিতীয় তালিকা। আগামী জুন মাস পর্যন্ত সময় আছে। এই সময়ের মধ্যেই কেন্দ্রীয় বিজেপি সরকার বাঙালি হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কিছু একটা ব্যবস্থা গ্রহণ করবেই। রাজ্যের পূর্ত মন্ত্রী তথা বরাকের বিজেপি নেতা পরিমল শুক্লবৈদ্য রাজ্যের বাঙালিদের এই আশ্বাসই দিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তর চিঠি প্রসঙ্গে বলেন, সেই ব্যাপারটি সম্পর্কে তার কিছু জানা নেই। রাজ্যে রাস্তা-ঘাট, পরিকাঠামোর উন্নতি হচ্ছেনা বলে বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ নস্যাৎ করে বলেন, রাজ্যের ১২৬ টি নির্বাচন কেন্দ্ৰেইরাস্তা-ঘাট নির্মানের কাজ চলছে। কোনও জায়গায় বেশি, কোনও জায়গায় কম। মাত্র দেড় বছরের সরকার কেন্দ্রের বরাদ্দকৃত ৯ হাজার কোটি টাকার কাজ করছে। বিগত কংগ্রেস সরকার ১৫ বছরে রাজ্যের রাস্তা-ঘাট, পরিকাঠামো কিছুই গড়ে তুলতে পারেনি। তাদের আর্থিক বােঝা এই সরকারকে বহন করতে হচ্ছে।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
0 comments: