- অমল গুপ্ত, গুয়াহাটি
কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানের উদ্ধার এবং পুনর্বাসন কেন্দ্ৰ, উদ্যানের অসুস্থ মাতৃহারা, বন্যা দুৰ্গত বন্য জন্তুদের যথারীতি চিকিৎসা করে জঙ্গলে ছেড়ে দেওয়া নতুবা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। বিগত বন্যায় মাতৃহারা হয়ে বিচ্ছিন্ন অবস্থায় খুঁজে পাওয়া কয়েকটি গন্ডার শাবকের মধ্যে তিনটি শাবক মানস অভয়ারণ্যে শুক্রবার ছেড়ে দেওয়া হয়। রাজ্যের সি সি এফ (বন্য প্রাণী) এন, কে, বাসু ‘সংবাদ প্ৰহরী’কে জানান— “২০০৬ সালে প্রথম কাজিরঙা থেকে একটি গন্ডার শাবক। আমি নিজে নিয়ে গিয়ে সংস্থাপনের ব্যবস্থা করে দিয়েছিলাম। আজ তিনটি নিয়ে যাওয়া হয়। সর্বমুঠ ১৩ টি গন্ডার কাজিরঙা থেকে মানস অভয়ারণ্যে স্থানান্তর করা হয়।” বাসু জানান, প্রত্যেকটি গন্ডারই সুস্থ অবস্থায় বেছে আছে। কাজিরঙার হালধিবারী, দেওবারী এবং শিলডুবি থেকে মাতৃহারা তিনটি গন্ডার শাবককে উদ্ধার করা হয়েছিল।
0 comments: