গুৱাহাটী : সত্য বস্তুনিষ্ঠ খবরের অভাব পৰিলক্ষিত হচ্ছে। ফলস্বরূপ সাংবাদিকদের প্রতি থকা বিশ্বাস ও আস্থা, সন্মানের পরিসর ক্ৰমশ হ্রাস পাচ্ছে। এই মন্তব্য পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত তথা বিশিষ্ট সাংবাদিক-সাহিত্যিক, প্রাক্তন সাংসদ ডঃ জয়শ্রী গােস্বামী মহন্তের। ওয়েভমিডিয়া সংবাদ প্রহরীর তৃতীয় বৰ্ষপূতি উপলক্ষ্যে শনিবার দিসপুর প্রেস ক্লাবে আয়ােজিত অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্তকে ‘সংবাদ প্রহরী পুরষ্কার- ২০১৮ প্রদান করে ‘এদিনর সংবাদ’ পত্রিকার মুখ্য সম্পাদক ডঃ মহন্ত বর্তমান সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের সম্পর্কে গুরুত্বপূর্ণ এই মন্তব্য করেন। বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্ত পুরষ্কার গ্রহণ করে এই পুরষ্কার তাঁকে সংবাদ জগতে আরও অধিক আগ্রহের সঙ্গে কাজ করার প্রেরণা দেবে বলে মন্তব্য করেন।
উল্লেখ্য যে ‘সংবাদ প্রহরী গােষ্ঠী প্রথমবারের জন্য প্রদান করা এই পুরষ্কারে আছে একটি স্মারক, মানপত্র, জাপি আৰু পাঁচ হাজাৰ টাকা। সংবাদ প্রহরী’র সম্পাদক সৈয়দ বুলবুল জামানুর হক প্রতিবেদন পাঠ করা এই অনুষ্ঠানে ‘সংবাদ প্রহরীর তৃতীয় বর্ষপূর্তির সঙ্গে সম্পর্ক রেখে সাংবাদিক হানিফ আলী আহমেদ আৰু শাকিল আহমেদের সম্পাদনায় প্রকাশ করা স্মৃতিগ্ৰন্থ ‘উত্তর’ উন্মােচন করেন বিশিষ্ট কার্টুনিষ্ট নিতুপর্ণ রাজবংশী। অতিরিক্ত সম্পাদক সুলতান মাহমুদ মির্ধা ও সহযােগী সম্পাদক কস্তুরী বরঠাকুর পরিচালনা করা এই অনুষ্ঠানে ‘সংবাদ প্ৰহৰী বঁটা ২০১৮’র পৃষ্ঠপােষক তথা রিপাব্লিকান পার্টী অব ইণ্ডিয়ার অসম রজ্যিক সংখ্যালঘু সেলের সভাপতি রেজাউল করিম, ‘দৈনিক গণ অধিকার’ পত্রিকার সহযােগী সম্পাদক জমশ্বের আলী, প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম খানও উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ‘সংবাদ প্রহরী’র জন্মলগ্ন থেকে বর্তমান পৰ্য্যন্ত ওতপ্রােতভাবে জড়িত থাকা বিশিষ্ট সমাজকর্মী গােলাপ মজুমদার, কবি-সাহিত্যিক মােজাম্মেল হক, সাজাহান আলী আহমেদ, রঞ্জু আহমেদ, মহিবুল মণ্ডল, রেজাউল কৰিম, মফিদা বরা, কস্তুরী বরঠাকুরক সংবর্ধনা পত্র, ডায়েরি এবং কলম দিয়ে বিশেষভাবে সংবর্ধনা জানানাে হয়। একইভাবে সক্রিয় সাংবাদিকতার ভূমিকা পালন করা ‘সংবাদ প্রহরী’র পাঁচজন সংবাদিকসহ ছাত্র নেতা মনিরুজ জামান, লামডিং লিটল ষ্টার আকাডেমির অধ্য তথা নয়া ঠাহর’এর সহযােগী সম্পাদক জয়শ্রী আচার্যসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা জানানাে হয়
0 comments: