অমল গুপ্ত, গুয়াহাটি :
বিধানসভার সেন্ট্রাল হ’লে আজ এক কলেজ ছাত্রীর চোখের জল রাজ্যবাসীকে নাড়িয়ে দিল, ভাবিয়ে তুলল। গুয়াহাটী সন্দিকৈ কলেজের ছাত্রী পরিস্মিতা বঢ়াগােহাঁই কান্না ভেজা গলায় জাগীরােড পেপার মিলের ১৬ মাস বেতন না পাওয়া শ্রমিকদের দুরবস্থার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনােয়ালের সামনে। সন্দিকৈ কলেজের ছাত্রীরা আজ বিধানসভার দৈনন্দিন কার্য পরিক্রমা সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য বিধানসভা ভবনে এসে ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনােয়ালের মুখােমুখি হয়ে ছাত্রীরা তাদের অভিজ্ঞতার কথা জানাবার সময় জাগীরােড পেপার মিলের বেতন না পাওয়া অবসর প্রাপ্ত এক কর্মীর কন্যা পরিস্মিতা মুখ্যমন্ত্রীর কাছে জাগীরােড পেপার মিলের দুরবস্থার কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়লেন। ছাত্ৰীটি বলেন, মিলটির শ্রমিকরা দীর্ঘ ১৬ মাস বেতন পায়নি। বেতন না পাওয়া কর্মচারীদের অসহনীয় দুরবস্থার কথা মুখ্যমন্ত্রীকে অবগত করে বলেন বেতন না পাওয়ার ফলে গুয়াহাটীতে থেকে তাদের পড়াশুনায় ব্যঘাত সৃষ্টি হচ্ছে।
মিলটি খােলার ব্যপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানান। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন মিলটি খােলার ব্যৱস্থা হবে। শিল্প বাণিজ্য মন্ত্রী চন্দ্রমােহন পাটোয়ারী আজ পুনরায় জানান, কেন্দ্রের ভারী শিল্পমন্ত্রক ১৮০০ কোটি টাকা ব্যয় করে জাগীরােড এবং কাছাড় পেপার মিল দুটি খােলা হবে বলে জানিয়েছে। কর্মচারীদের বকেয়া বেতনাে মিটিয়ে দেওয়া হবে। এর আগেও শিল্প বাণিজ্য মন্ত্রী কেন্দ্রের ১৮০০ কোটি টাকার প্যাকেজ দেওয়ার কথা ঘােষণা করেছিলেন। বরাকের প্রতিনিধি পূর্ত মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যও একই আশ্বাস দিয়েছিলেন। সন্দিকৈ কলেজের ছাত্রী পরিস্মিতা পরে সাংবাদিকদের কাছে সন্দেহ প্রকাশ করে বলেন, এর আগেও কেন্দ্রীয় সরকার হাজাৰ কোটি টাকার প্যাকেজ ঘােষণা করেছিলেন।
এখন আবার ১৮০০ কোটি টাকার কথা বলা হচ্ছে। চালু মিলটির মেশিনপত্র সব অকেজো হয়ে গেছে। পুনৰ্জীৱন প্ৰকল্প তাড়াতাড়ি সম্পূর্ণ করতে হবে। কাছাড়ের পাঁচগ্রাম পেপার শ্রমিক সংগঠনের নেতারাও সন্দেহ প্রকাশ করে বলেছেন শিল্প বাণিজ্য মন্ত্রী চন্দ্রমােহন পাটোয়ারী সত্যি কথা বলছেন তাে? শ্রমিক সংগঠনেরও একই অভিযােগ, প্রায় আড়াই বছর বন্ধ মিলটিৰ মেশিনপত্র সব নষ্ট হয়ে গেছে। প্রায় ৫০ লক্ষ মেট্রিক টন বাঁশের মজুত ভাণ্ডার পচে গেছে। পরিস্থিতি ভয়াবহ। বেতন না পাওয়া আর্থিক দুরবস্থায় ভােগা কর্মচারীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কাছাড় পেপার মিলের শ্রমিক সংগঠন সূত্রে আজ জানা গেল রাষ্ট্যায়ত্ত্ব সংস্থা এইচ পি সির অধীন পেপার মিল দুটি অবিলম্বে খােলার দাবীতে শ্রমিক সংগঠনগুলির যৌথ ফোরাম রাষ্ট্রপতিরাম নাথ কোবিন্দের কাছে দাবী জানিয়েছিলেন। রাষ্ট্রপতির অধঃস্থন সচিব অশােক কুমার গত ৯ জানুয়ারীতে (চিঠি নং- এস এল নং- পি আই্ ১/ ই ০৯০১১৮০১২৮) কেন্দ্ৰীয় উদ্যেগ বিভাগের কাছে পেপার মিল দুটির সম্পর্কে জানতে চেয়েছেন। এই চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে কাছাড় পেপার মিলের শ্রমিক নেতা মানবেন্দ্র চক্ৰৱৰ্তীকে।
0 comments: