রাজ্যে বিজেপি সরকারের আমলে গ্রেপ্তার ২০৮জন দুর্নীতিপরায়ণ অফিসার


গুয়াহাটি : রাজ্যে বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ১৪৩ জন সরকারী অফিসার ১১ জন ঠিকাদার এবং ৩০ জন পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ পি এস সির দুর্নীতির সঙ্গে জড়িত ৩৫ জন অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বমােট ৪০৩ জনের বিরুদ্ধে অভিযােগ দায়ের করা হয়েছে। এ পি এস সির ৫জন দুর্নীতি পরায়ণ অফিসার পলাতক অবস্থায় আছে। 
অগপর ফণী ভূষণ চৌধুরী বিধানসভায় রাজ্য সরকারের দুর্নীতি বিরােধী ভূমিকা সম্পর্কে সরকারের স্থিতি জানতে চাইলে, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনােয়ালের পক্ষে পরিষদীয় পরিক্রমা মন্ত্রী চন্দ্ৰ মােহন পাটোয়ারী সােমবার জানান, এ কথা জানিয়ে জেলাওয়াড়ির তালিকা তুলে ধরে বলেন, কাছার জেলায় টাপাং ডেভেলপমেন্ট ব্লকের জুনিয়ার ইঞ্জিনিয়ার শহিদুল ইছলাম, জুনিয়ার ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব মজুমদার, ডিগর শ্রীকোণা আলম্বাক গ্রাম পরিষদের প্রাক্তন সচিব বিমান চক্রবর্তী, হাইলাকান্দির জেলার বিডিও মােঃ মইনুল হক এবং রঘুবেন্দ্র দাস, হাইলাকান্দির হে এ্যসিষ্টেন্ট বিশ্ব ৰঞ্জন ভূমিক, হাইলাকান্দি পূরসভার জুনিয়ার ইঞ্জিনিয়ার অমলেন্দু ভট্টাচাৰ্য্য, হাইলাকান্দির এইচটিএফ ১০৭ সিবিটার এলপি স্কুলের সফিকুর রহমান লস্কর ওরফে সাজাদুর রহমান লস্কর, প্ৰগ্ৰেমার কন্ট্রাক্টসুয়েল, ডেভেলপমেন্ট ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার সারেন্দ্র নারায়ণ দাস, হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার মােঃ আলতাফ হুসেইন মজুমদার, হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার সুদিপধর, কাটলিচরা ব্লকের একাউন্টটেন্ট শুভগ্রহ দাস, ক্যজুয়েল কর্মচারী মােঃ রফিক আহমেদ লস্কর ওরফে মাসুক, কো-অপারেটিভ ডিলার মােঃ আব্দুল হুসেইন মজুমদার, কাছাড় জয়নপুঞ্জি স্কুলের প্রধান শিক্ষক মােঃ নাসির উদ্দিন লস্কর, দক্ষিণ হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার দিপক রঞ্জন দেব, জি ডব্লিউ রােড রুরাল ডিভিজন জুনিয়র ইঞ্জিনিয়ার মােঃ নুরুল ইছলাম, গ্রাম পঞ্চায়ত সচিব মােঃ বদরুদ্দিন, গ্রাম পরিষদের মােঃ সামসুন নেহার ব্রভূঞা, পাঁচগ্ৰাম পৰিষদের সভাপতি নিরঞ্জন দাস প্রমুখ হাইলাকান্দি জেলায় বিভিন্ন বিভাগে কাজ করা অফিসার কর্মীর বিরুদ্ধে অভিযােগ সব থেকে বেশি। বিধানসভায় দুর্নীতিপরায়ণ অফিসারদের যে দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে, সে ক্ষেত্রে করিমগঞ্জ জেলায় একজনের বিরুদ্ধেও কোনও অভিযােগ সন্নিবিষ্ট হয়নি। সত্যিই কি একজনের বিরুদ্ধেও অভিযােগ নেই?

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: