গুয়াহাটি : রাজ্য সরকার বাইরের রাজ্য থেকে গ্রীষ্মকালে ১২৫০ মেগাওয়াট, এবং শীতকালে ১৯৫ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করে থাকে। রাজ্যে গ্রীষ্মকালে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৮২০ মেগাওয়াট, সর্বনিম্ন চাহিদা ১২০০ মেগাওয়াট, অপর দিকে শীতকালে সর্বোচ্চ চাহিদা ১৪৫০ মেগাওয়াট, সর্বনিম্ন চাহিদা ৭৫০ মেগাওয়াট। রাজ্যের নিজস্ব উৎপাদন মাত্র ৫৮০ মেগাওয়াট। বিধানসভায় পবিন্দ্ৰ ডেকার এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ মন্ত্ৰী পল্লবলােচন দাস এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে নামৰূপ তাপ বিদ্যুৎ, লাকুয়া তাপ বিদ্যুৎ, কাবিলাংপি জলবিদ্যুৎ এবং মিনট্রিয়াং ক্ষুদ্র জলবিদ্যুৎ ( দ্বিতীয় পর্যায়) প্রকল্প ৪ টি থেকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। নির্মিয়মান প্রকল্পগুলি হচ্ছে— নামরূপ পুনঃ স্থাপন তাপ বিদ্যুৎ প্রকল্প থেকে ১০০ মেগাওয়াট (গ্যাস), লাকুয়া পুনঃ স্থাপন তাপ বিদ্যুৎ প্রকল্প থেকে ৭০ মেগাওয়াট (গ্যাস), মার্ঘেরিটা তাপ বিদ্যুৎ প্রকল্প থেকে ১৬০০ মেগাওয়াট আরও ৬টি প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য মাত্র ধার্য করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্ৰী পল্লবলােচন দাস জানান অসমের গ্রামাঞ্চলে মাত্র একটি বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। আবুল কালাম রশিদ আলমের প্রশ্নের জবাবে এ কথা জানান।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
0 comments: