গুয়াহাটি : নমামি ব্ৰহ্মপুত্ৰ উৎসবে সরকারের ব্যয় হয়েছে ১২ কোটি ১০ লক্ষ, তা ছাড়া বেসরকারী অনুষ্ঠানে পৃষ্ঠপােষকতা করার জন্য ব্যয় হয়েছে ১ কোটি ৫৬ হাজার টাকা এবং নমামি বরাক উৎসবের জন্য ব্যয় হয়েছে ৫ কোটি টাকা। নমামি বরাক উৎসব শিলচরে কেন্দ্রীয়ভাবে আয়ােজন করা হলেও করিমগঞ্জ এবং হাইলাকান্দি সদর শহরে | ডেপুটি কমিশনারদের তত্ত্বাবধানে আয়ােজন করা হয়। আজ বিধানসভায় প্রশ্নোত্তরপর্বে মামুন ইমদাদুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রীর পক্ষে পরিবহন মন্ত্রী চন্দ্রমােহন পাটোয়ারী এ কথা জানান। তিনি বলেন, ব্ৰহ্মপুত্র বরাক নদীর সম্ভাবনাকে কাজে লাগিয়ে জলপথের সঙ্গে বৰ্হি বিশ্বের যােগাযােগ ঘটিয়ে রাজ্যের অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্য নিয়ে নমামি বরাক, নমামি ব্ৰহ্মপুত্র উৎসব পালন করা হয়।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
0 comments: