তিনসুকিয়া : ২০০৫এর জন্মলগ্ন থেকেই ‘উজান সাহিত্য গোষ্ঠী’ শ্রদ্ধার সঙ্গে ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। এদিন দুপুরে বহুভাষিক কবিতা পাঠের অনুষ্ঠান হয়, সঙ্গে নাচে গানে কথায় ভরিয়ে তুলা হয় ঘণ্টা তিনেকের অনুষ্ঠান। গেল বছর কয় সেই সঙ্গে গান, কবিতা, ছবি আঁকার প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছিল। যদিও গেল বছরে সম্ভব হয় নি। এবারেও হচ্ছে না। সেই সঙ্গে অসমিয়া এবং বাংলা ভাষার দুই তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়ে বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়েছে। সাধারণভাবে মাতৃভাষা চর্চার সংকট এবং সম্ভাবনা নিয়েই কথা হয়। কিন্তু সেই সঙ্গে চেষ্টা হয়, অসমে বাংলা শিল্প সাহিত্য চর্চার গতিপ্রকৃতি নিয়েও এক ধারণা দেবার। এই অব্দি সেই সব বক্তৃতানুষ্ঠানে একদিকে যেমন অসমিয়াতে নিজের কথা বলেছেন মৃদুলা চলিহা শর্মা, ড০ ভুবন গগৈ, ড০ অপূর্ব ভাস্কর গগৈ প্রমুখ তেমনি এই অব্দি এই দিনে বক্তৃতা করতে আমন্ত্রিত হয়ে বিভিন্ন সময়ে এসেছিলেন ব্রহ্মপুত্র উপত্যকার বিশিষ্ট কথাশিল্পী এবং সম্পাদক কুমার অজিত দত্ত, কবি এবং সম্পাদক দেবাশিস দত্ত, কবি সঞ্জয় চক্রবর্তী, প্রাবন্ধিক এবং সম্পাদক প্রসুন বর্মণ, বাচিক শিল্পী গৌতম ভট্টাচার্য।
এই প্রক্রিয়ারই সম্প্রসারণ ঘটেছে উজানের অন্যান্য আয়োজনে। যেমন দু’বারের ‘শুধু কবিতার জন্যে’ নামে উজান অসম ভিত্তিক বাংলা কবিতা প্রতিযোগিতা, তথা কবিতা উৎসব। এবং ২০১৬তে ৬ষ্ঠ উত্তর পূর্বাঞ্চলীয় বাংলা ছোট পত্রিকা (লিটল ম্যাগাজিন ) সম্মেলনের আয়োজন। নিয়মিত বাৎসরিক পত্রিকা প্রকাশনা তো রয়েইছে। সেটিও গেল বছর কয় ধরে বিষয়নির্ভর করে বের করবার চেষ্টা করা হয়ে থাকে। আগামী সংখ্যার যেমন বিষয় হবে ‘মাতৃভাষামাধ্যমের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান’।
এবারও উজান সাহিত্য গোষ্ঠী ২১শে ফেব্রুয়ারি, ২০১৮, বুধবার বিভিন্ন অনুষ্ঠানসূচীর মধ্যদিয়ে এই দিনটি শ্রদ্ধার সাথে পালন করতে চলেছে। বিকেল আড়াইটায় ( ২টো ৩০ মিনিট) তিনসুকিয়ার দুর্গাবাড়ি পূজা মণ্ডপে গানে কবিতায় বক্তৃতায় অনুষ্ঠান সাজানো হচ্ছে।এবারেও বিশেষ বক্তৃতা প্রদান করবেন লেখক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মী, তথা তিনসুকিয়া মহাবিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ ড০ জ্যোতি প্রসাদ চলিহা। তাঁর বলবার বিষয় - ‘জীৱিকাৰ সন্ধানত মাতৃভাষা’ এবং বিশিষ্ট কবি, গল্পকার, টংলা মহাবিদ্যালয়ের বাংলার অধ্যাপক ড০ অভিজিৎ চক্রবর্তী। তঁর বলবার বিষয় ‘ভাষার মানুষ’
এছাড়াও তিনসুকিয়া, ডিব্রুগড় জেলার বিভিন্ন ভাষার কবিরা কবিতা পড়বেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজন উপসমিতির আহ্বায়ক প্রশান্ত ভট্টচার্য এবং ভানুভূষণ দাস তিনসুকিয়া শহর ছাড়াও তিনসুকিয়া –ডিব্রুগড় জেলার বিভিন্ন ভাষার কবি, লেখক, শিল্পী এবং ভাষা-শিক্ষা-সংস্কৃতি কর্মীদের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।
0 comments: