চোদ্দটি বাঙালি সংগঠনের যৌথ আন্দোলনের ডাক


গুয়াহাটি, ১৯ মার্চ : বাঙালিরা এই দেশের আদিভূমিপুত্র, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে-ছিটিয়ে বসবাস করছেযে রাজ্যেই বসবাস করুক না কেন সংশ্লিট রাজ্যের ভাষা সংস্কৃতি-কৃষ্টি গ্রহণ করে সেই রাজ্যের অর্থ-সামাজিক উন্নয়নে অন্যতম শরিক হিসেবে কাজ করে যাচ্ছেভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের উজ্জ্বল অবদানের কথা দেশবাসী আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেঅসমের বসবাসকারী ৫০/৬০ লক্ষ বাঙালি হিন্দু জনগোষ্ঠীর বাংলাভাষী মানুষ অসমের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেসাংবিধানিক প্রদত্ত অধিকার নিয়েই বাঙালিরা সম্মানের সঙ্গে বেঁচে আছেকিন্তু স্বার্থান্নেষী কায়েমী শক্তি বাঙালিদের অবদানকে স্বীকৃতি না দিয়ে বাঙালিদের নানা ভাবে অপদস্থ করছেবিজেপি সরকারকে সর্বভাবে সমর্থন করেও শিলাপাথার এবং নগাঁও কাণ্ডের মতো পরিস্থিতির শিকার হতে হয়েছে বাঙালিদেররাজ্যের অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে বাঙালিদের দূরত্ব তৈরি হয়েছেসেই দূরত্ব ঘুঁচাতে রাজ্যের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসার উদ্দেশ্য নিয়ে অসমের ১৪টি বাঙালি সংগঠন একই মঞ্চে বসে সহমতের ভিত্তিতে যৌথ-সমন্বয় সমিতি গঠন করেছে। ‘বাঙালি যৌথ সমন্বয় সমিতি, অসম নাম দিয়ে গঠিত এই সমিতি গতকাল গুয়াহাটি মহানগরের ওডালবাক্ৰার নতুন কার্যালয়ে শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে রাজ্যের বাঙালিদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়সমন্বয় সমিতির সভাপতি সুকুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শান্তনু সান্যালের পৌরোহিত্য অনুষ্ঠিত সাধারণ সভায় ২০১৬ সালের নাগরিকত্ব সংশোধনী বিলকে পূর্ণভাবে সমর্থন করে তা অবিলম্বে বাস্তবায়িত করার দাবি জানানো হয়বিশিষ্ট সমাজকর্মী আলোক ঘোষ, কমল চৌধুরী, সুরেশ সরকার, প্রদীপ সেন শর্মা, পিন্টু গুপ্ত, গৌরী চৌধুরী, শেখর দে, পুলক বর্ধন, শ্যামল দত্ত, অভিজিৎ গাঙ্গুলি, মনিন্দ্র রায়, সুদীপ দেবনাথ, বাপ্পা দত্ত, সত্যরঞ্জন ঘোষ, নেপাল সাহা, রতন সেন, অজয় ভূষণ প্রমুখ রাজ্যের ১৪টি বাঙালি সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন। ‘অল অসম বেঙ্গলি ইয়ুথ স্টুডেন্ট ফেডারেশন;অল অসম বেঙ্গলি পরিষদ;বাংলাভাষী অসমীয়া সমাজ;নর্থ ইস্ট বেঙ্গলি সমাজ;বেঙ্গলি সুরক্ষা সমিতি, অসম; বেঙ্গলি সমাজ, অসম; সিআরপিসি;অল বেঙ্গলি স্টুডেন্ট এসোসিয়েশন;বেঙ্গলি ঐক্য সম্মেলন, অসম;প্রাক্তন বিটিএফ জনকল্যাণ সমিতি;বৃহত্তর অসম বাঙালি উন্নয়ন সমিতি;বাঙালি মহিলা ফেডারেশন;কনকলতা মহিলা উন্নয়ন সমিতি এবং স্বামী বিবেকানন্দ যুব সমাজ’। সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের মুখ্য উপদেষ্টা তথা বাঙালি সমন্বয় সমিতির সভাপতি সুকুমার বিশ্বাস জানান, ঐক্য মতের ভিত্তিতে বাঙালি স্বার্থ সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা সমিতি করবে এবং দিল্লিতে গিয়ে বাঙালিদের দাবি-দাওয়া সম্বন্ধিত স্মারকপত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে তুলে দেবেন

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: