পশ্চিমবঙ্গের মতাে অসমকেও গুরুত্ব দিতে হবেঃ মমতা


দুই মন্ত্রী শুভেন্দু অধিকারি ও ফিরহাদ হাকিম অসমের ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করবেন : সােনারুল শ্বাহ মােস্তাফা 
অমল গুপ্ত, গুয়াহাটি :
অসমে জাতীয় নাগরিকপঞ্জির (এন আর সি) প্রথম খসড়া তালিকায় ৩ কোটি ২৯ লক্ষ লােকের মধ্যে ১ কোটি ৯০ লক্ষ মানুষের নাম অন্তর্ভূক্ত হয়েছে। বাকী নাম আগামি জুন মাসের মধ্যে প্রকাশ পাবে। রাজ্যের লক্ষ লক্ষ ধর্মীয় এবং ভাষিক সংখ্যালঘু জনগােষ্ঠীর নাম বাদ পড়ার আশংকা প্রকাশ করেছে রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু সংগঠন। একই ধরণের আশা প্রকাশ করেছে প্রতিবেশি রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের এন আর সির তালিকা প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেছিলেন, একজন সংখ্যালঘু মানুষের নামও যাতে বাদ না পরে। তার এই হুঙ্কারের পরই রাজ্যে তৃণমূল কংগ্রেসে যােগদানের হিড়িক পরে যায়। 
রাজ্যের সংখ্যালঘু জনগােষ্ঠীর নেতারা তৃণমূল কংগ্রেসের অসমের দায়িত্ব প্রাপ্ত দুই মন্ত্রী শুভেন্দু অধিকারি এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে যােগাযােগ শুরু করেন। গত ৯ মার্চ কলকাতায় নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক বসে৷ সেই বৈঠকে অসমের বেশ কয়েকজন প্রাক্তন বিধায়ক উপস্থিত ছিলেন। দুই মন্ত্রী অধিকারি ও হাকিমের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমের সংখ্যালঘু জনগােষ্ঠীর সমস্যার কথা তুলে ধরে জানান, অসমের ডি ভােটার এবং ডিটেনশন ক্যাম্পের সমস্যার কথা সংসদে তুলে ধরা হবে। অসমের ডিটেনশন ক্যাম্পগুলিতে গিয়ে বন্দি সংখ্যালঘু আবাসিকদের দুরবস্থা চোখে দেখে আসার জন্য দুই মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে অসমের তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তােলার নির্দেশ দিয়েছেন। 
তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে যােগ দিয়ে এসে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সােনারুল শ্বাহ মােস্তাফা কলকাতা থেকে ফিরে জানান, খুব শীঘ্রই রাজ্যে আসবেন দুই মন্ত্রী শুভেন্দু অধিকারি এবং ফিরহাদ হাকিম৷ তারা রাজ্যের ডিটেনশন ক্যাম্পগুলি পরিদর্শন করবেন। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও কথা হবে। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তৃণমূল কগ্রেসের অসম রাজ্য সাধারণ সম্পাদক সােনারুল শ্বাহ মােস্তাফা কলকাতার বৈঠকের কথা বিস্তারিত জানিয়ে বলেন, রাজ্যের প্রাক্তন বিধায়ক গােপীনাথ দাস, প্রাক্তন বিধায়ক শেখ শাহ আলম, প্রাক্তন বিধায়ক আব্দুল আজিজ, ভারতীয় গণ পরিষদের সভাপতি অন্তোষ চৌধুরী ঐ দলের কার্যবাহী সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, প্রাক্তন বিধায়ক মকবুল হুসেইন, তৃণমূল কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিধায়ক দ্বিপেন পাঠক প্রমুখ তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন। 
সাধারণ সম্পাদক বলেন, হাইলাকান্দির সুফি কামাল বড় লস্কর এবং হিলাল উদ্দিন বরভূইঞা তৃণমূল কংগ্রেসের সংগঠনকে জোরদার করার জন্য ভালাে কাজ করছেন। তিনি জানান, বরাকের কংগ্রেস নেতা অরুণ দত্ত মজুমদার তৃণমূল কংগ্রেসে যােগ দেবেন। মার্চ মাসের মধ্যে রাজ্যে নতুন কমিটি গঠন করা হবে। সাধারণ সম্পাদক মােস্তাফা বলেন, তৃণমূল নেত্রী তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমকে খুবই গুরুত্ব দিচ্ছেন তাঁর লক্ষ্য আগামি ২০১৯ লােকসভা নির্বাচন। তাই মুখ্যমন্ত্ৰী মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গের মতাে অসমকেও গুরুত্ব দিতে হবে।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: