বিজেপি সরকারের আমলে বেড়েছে ঋণের বোজা, বেশি দিতে হচ্ছে সুদ
গুয়াহাটি : অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করে থাকেন রাজ্যে আর্থিক অবস্থা ভালাে, অর্থের কোনও অভাব নেই। কিন্তু আজ বিধানসভায় অর্থমন্ত্রী শর্মা যে তথ্য পেশ করেছেন, তাতে প্রতীয়মান হয় রাজ্যের আর্থিক অবস্থা তেমন ভালাে নয়। অগপর ফণী ভূষণ চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১৬-১৭ অর্থ বর্ষে রাজ্যের ঘাড়ে মােট ঋণের পরিমাণ ৩৮,৩৪৫,৭৭ কোটি টাকা।
অর্থমন্ত্রী জানান বর্তমান সরকার ২০১৬ সালের মে মাসে শাসনভার হাতে নিয়েছিল। পূর্ববর্তী কংগ্রেস সরকারের আমলে অর্থাৎ ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের ঘাড়ে সর্বমােট ঋণের বােজা ছিল ৩৫,৬৯০,২২ কোটি টাকা। ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত মাথাপিছু ঋণের পরিমাণ হচ্ছে ১১,১৪৭ টাকা। বিভিন্ন উৎস থেকে নেওয়া ঋণ নেওয়ার ফলে রাজ্য সরকারের ঘাড়ে সুদের বােজাও বেশি চেপেছে।
বিগত সরকার থেকে বর্তমান বিজেপি সরকারকে বেশি সুদ দিতে হচ্ছে। বিগত সরকার ২০১৫-১৬ অর্থ বছরে বিভিন্ন উৎস থেকে নেওয়া ঋণের বিপরীতে সুদ দিয়েছিল ২৬১৮.৪৪ কোটি টাকা। বর্তমান সরকার চলিত বছরে সুদ মিটিয়েছে ২৯৬৩.২৫ কোটি টাকা। প্রশ্নকর্তা অগপর ফণী ভূষণ চৌধুরী অর্থমন্ত্রীর জবাবে অসন্তোষ প্রকাশ না করে জানিয়েছে, আগের সরকারের ঋণের বােজা চেপেছে বর্তমান সরকারের ঘাড়ে, সুদ ও বেশি দিতে হচ্ছে। পরে আর্থিক পরিস্থিতি ভালাে হবে বলে চৌধুরী আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকারকে সময় দিতে হবে।
অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের কাছে দাবি করেন রাজ্যের আর্থিক অবস্থা ভালাে, অর্থের অভাব নেই। তিনি বলেন, সুদের হার কেন বৃদ্ধি পেয়েছে এবং কেনই বা বেড়েছে মাথাপিছু ঋণ সব কিছু বিস্তারিত জানিয়ে চলিত বিধানসভার শেষে ৪-৫ এপ্রিলে একবিবৃতি প্রকাশ করা হবে। চলিত বিধানসভা শেষ হচ্ছে ৬ এপ্রিল। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বেশি টাকার প্রকল্পের বিপরীতে ঋণ নেওয়া হবে, তিনি জানান ৩ শতাংশ জিডিপি থাকলে ঋণ পাওয়া যায়। আগামি অর্থ বছরের বাজেটের বহর হবে প্রায় ৬৮ হাজার কোটি টাকা।
0 comments: