শিলচর শহরকে স্মার্ট সিটি হিসাবে অন্তৰ্ভূক্ত করার প্রস্তাব : ৬৫ তলা বিশিষ্ট টুইন টাওয়ার ট্রেড সেন্টার নির্মাণে ব্যয় হবে ১৯৪৭.০০ কোটি টাকা
গুয়াহাটি : অসমে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে এ পর্যন্ত ৭১৬০.৮৪ কোটি টাকার শিল্প বিনিয়ােগ হয়েছে। বিধান সভায় আজ অগপর ফণীভূষণ চৌধুরীর এক প্রশ্নের জবাবে শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্র মােহন পাটোয়ারি এ কথা জানান। তিনি বলেন, এক্ট ইস্ট পলিসি সফল করার লক্ষ্যে দেশ বিদেশের শিল্পপতিদের বিনিয়ােগের সুবিধার্থে গুয়াহাটি মহানগরে ৬৫ তলা বিশিষ্ট এক Twin Tower Trade Centre স্থাপন করা হবে। NBCCর সঙ্গে এক চুক্তি সম্পাদিত হয়েছে। এই বিশাল প্রকল্পটির জন্য ব্যয় হবে ১৯৪৭.০০ কোটি টাকা। এই Trade Centre এ থাকবে কনভেনশন কাম এগজিবিশন সেন্টার, সেমিনার, মিটিং রুম, শপিং মল, ফুড সেন্টার, সিনেমা হল, মিউজিয়াম, থিয়েটার হল। ২০৫,০০০ বর্গ মিঃ এলাকা নিয়ে এ বিশাল ভবন তৈরি হবে। অসম সরকারের নিজস্ব ব্যবহারের জন্য অতিরিক্ত ২,৬০০ বর্গ মিঃ এলাকায় কনভেনশন কাম এগজিবিশন সেন্টার নির্মাণ করা হবে। এ প্রকল্পটি ৫ বছরের মধ্যে সম্পন্ন হবে।
এ আই ইউ ডি এফর মামুন ইমদাদুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে শিল্প বাণিজ্য ও দক্ষতা ও নিয়ােগ বিভাগের মন্ত্রী চন্দ্র মােহন পাটোয়ারি বলেন, রাজ্যের ২০১৬ র ৩১ ডিসেম্বর থেকে ২০১৭ র ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের কর্ম বিনিয়ােগ কেন্দ্রগুলিতে রেজেষ্ট্রিভূক্ত বেকারের সংখ্যা হচ্ছে ১৯,৬৩,৩৭৬ জন। আবার এ আই ইউ এফ-র সদস্য আমিনুল ইসলামের একই প্রশ্নের জবাবে মন্ত্রী পাটোয়ারি জানান রাজ্যের ২০১৭ র ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্ম বিনিয়ােগ কেন্দ্রগুলিতে রেজেষ্টিভূক্ত বেকারের সংখ্যা ১৬,৬৫,৮৬৬ জন। তার মধ্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রীধারী বেকারের সংখ্যা যথাক্রমে ৩,১,৭,৮২৪ ও ১৬,৫৭৬ এছাড়াও এইচ এচ এল সি উত্তীর্ন বেকারের সংখ্যা ৫,৬৭,৩৪০ জন। দুই বিধায়কের একই প্রশ্নের জবাবে মন্ত্রী ভিন্ন দুটি সংখ্যার কথা বলেন। তিনি জানান রাজ্যের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রীধারী বেকারের সংখ্যা হচ্ছে ৩৩,০৯২ জন।
অগপর রমেন্দ্র নারায়ণ কলিতার এক প্রশ্নের জবাবে নগর উন্নয়ন বিভাগের দায়িত্ব প্রাপ্ত কৃষিমন্ত্রী অতুল বরা জানান, গুয়াহাটি মহানগর সহ যােরহাট, তেজপুর, শিলচর, নগাঁও, তিনসুকীয়া এবং ডিব্ৰুগড় শহরকে স্মার্ট সিটি হিসাবে অন্তৰ্ভূক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানাে হয়েছে। তিনি জানান, রাজ্যের পৌরসভা এবং টাউন কমিটিগুলিতে কর্মচারীদের বেতন ভাতা রিলিজ করার সব ব্যবস্থায় সরকার করেছে। ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ অর্থ বর্ষে বিভিন্ন প্রকল্পের অধীনে হাইলাকান্দি পৌরসভাকে ২৩৬৪১৬.০০ লাখ টাকা, লালা টাউন কমিটি ১২৮৬৪১.০০ লাখ টাকা, করিমগঞ্জ পৌরসভা ২৫৬২৬৮.০০ লাখ টাকা, বদরপুর টাউন কমিটি ৮৭১৪৭.০০ লাখ টাকা, শিলচর পৌরসভা ৬৭২১৫৪.০০ লাখ টাকা, লখিপুর পৌরসভা ৬২৩৬১.০০ লাখ টাকা মঞ্জুর করা হয়েছে।
0 comments: