গুয়াহাটি : এ্যাডভান্টেজ আসাম শীর্ষক বিশ্ব বিনিয়ােগ সন্মেলনে ২৬৩ টি সমঝােতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। গত ৩-৪ ফেব্রুয়ারিতে গুয়াহাটিতে অনুষ্ঠিত এই বিশ্ব সম্মেলনে ৭৯,০০০ কোটি টাকা রাজ্যে শিল্প বিনিয়ােগ হবে বলে সরকার আশা পােষণ করেছে। বিধানসভায় আজ প্রশ্নোত্তরপর্বে এআইইউডিএফের বিধায়ক মামুন ইমদাদুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে। শিল্প বাণিজ্য মন্ত্রী চন্দ্রমােহন পাটোয়ারি এই কথা ব্যক্ত করে বলেন, এছাড়াও আম্বানি, টাটা, আদানি, ইনলেন্ড ওয়াটার অথরিটী অফ ইণ্ডিয়া এবং এয়াপাের্ট অথরিটী অফ ইণ্ডিয়া ছাড়াও কয়েকটি সংস্থা প্রায় ২০ হাজার কোটি টাকার সমঝােতা চুক্তিতে স্বাক্ষর করেছেন।
বিরােধী দলপতি দেবব্রত শইকীয়ার অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই সন্মেলনকে সফল করার জন্য অসম সরকার জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, কানাডা, বাংলাদেশ এবং ইংল্যান্ডে পর্যটন আকর্ষণের লক্ষ্যে রােড শাে করেছিলাে। মন্ত্রীদের নেতৃত্বে সরকারের এক প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশ পরিভ্রমণ করে। মন্ত্রী কেশব মহন্ত এবং চন্দ্রমােহন পাটোয়ারি কানাডা, আমেরিকা সফর করেন। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রিহণ দৈমারী জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর সফর করেন। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ, মন্ত্রী রঞ্জিৎ দত্ত ভিয়েতনাম এবং লাওস, মন্ত্রী প্রমীলা রাণী ব্ৰহ্ম কাম্বােডিয়া এবং ব্রুনেই, মন্ত্রী নব কুমার দলে ইন্দোনেশিয়া এবং ফিলিপায়েন্স, মন্ত্রী পল্লবলােচন দাস ভূটান পরিদর্শন করেন।
এই সম্মেলনে প্রতিনিধি দল পাঠিয়েছিলাে বাংলাদেশ, কানাডা, কম্বােডিয়া, চেক গণরাজ্য, জার্মানী, ইজরাইল, জাপান, দক্ষিণ কোরিয়া, লাওস, মায়ানমার, নেদারল্যান্ড, থাইল্যান্ড, সৌদিআরব, আমেরিকা, ইংল্যান্ড, ভিয়েতনাম ছাড়াও ভূটানের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, এই সম্মেলনের জন্যে ইভেন্ট পার্টনার ছিল ফেডারেশন অফ ইণ্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফ আর সি সি আই)। এই সন্মেলনের জন্য চার কিস্তিতে ২৫,৪০ লক্ষ টাকা রিলিজ করে দিয়েছে। এই সম্মেলনে রাজ্য সরকারের পক্ষ থেকে কত টাকা খরচা হয়েছে, তার কোনও হিসেব আজকের বিধানসভায় দাখিল করা হয়নি।
0 comments: