নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য পদ ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার পত্নী হেম প্রভা শইকীয়া

গুয়াহাটি : নিখিল ভারত কংগ্রেস কমিটির সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটির সদস্য পদ থেকে হেম প্রভা শইকীয়া কমিটি থেকে পদত্যাগ করলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার পত্নী হেম প্রভা শইকীয়া দীর্ঘ বছর নিখিল ভারত কংগ্রেস কমিটির গুরুত্বপূর্ণ সদস্য পদে ছিলেন। অন্যদের সুযােগ করে দেওয়ার জন্য তার এই পদত্যাগ। 
সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বয়স্ক কংগ্রেস নেতাদের স্বইচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানানাের প্রেক্ষিতে হেম প্রভার পদত্যাগ বলে মনে করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া এবং হেম প্রভার পুত্র দেবব্রত শইকীয়া কংগ্রেস পরিষদীয় দলের নেতা, সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। কিন্তু নিখিল ভারত কংগ্রেস কমিটির নতুন তালিকায় অসম প্রদেশ কংগ্রেস কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের নাম বাদ পড়েছে। তা নিয়ে দলের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। 
অপূর্ব ভট্টাচার্যের মত অত্যন্ত গতিশীল যুব নেতা ছিলেন তাকেও বাদ দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বরার মনােপুতঃ না হওয়ায় সাধারণ সম্পাদক বিচিত্র চৌধুরীর মতাে গুরুত্বপূর্ণ নেতাদেরও বাদ দেওয়া হয়েছে। সাংবাদিক জীবন থেকে অবসর নিয়ে নিম্ন অসমের অনগ্রসর এলাকার যুবক বিচিত্র চৌধুরী দীর্ঘ প্রায় ৩ দশক সফলতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। 
প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বিচিত্র চৌধুরীকে লিখিতভাবে বিধানসভায় টিকেট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাংবাদিক জীবন থেকে এসে মেহেদী আলমরাও আশাহত হয়ে আগেই কংগ্রেস ছেড়েছেন। বিচিত্র চৌধুরীর মতাে সফল যুব রাজনীতিককে বাদ দেওয়ায় রাজীব ভবনে যথেষ্ট গুঞ্জণ উঠেছে। অভিযােগ উঠেছে দুর্নীতি পরায়ন নেতা-কর্মীর ভীড়ে প্রকৃত সৎ এবং স্বচ্ছ ভাবমূর্তি থাকা কংগ্রেস নেতারা দূরে সরে যাচ্ছেন। 
প্রাক্তন সাংসদ অনিল রাজার সঙ্গে প্রাক্তন মন্ত্ৰী রকিবুল হােসেনের মধ্যে দুর্নীতির ইস্যু নিয়ে বাক যুদ্ধ চলছে। কংগ্রেস মুখপাত্র প্রদ্যুৎ বরদলৈ জানিয়েছেন, অনিল রাজা এবং রকিবুল হােসেনের মন্তব্যের দায়িত্ব নেবেনা কংগ্রেস। কিন্তু রাজীব ভবনে দুর্নীতিপরায়ণ এই দুই নেতার বাক যুদ্ধের ফলে দলের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তার প্রভাব পড়বে বলে কংগ্রেস মহলের অভিযােগ।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: