ইংরেজী ভাষার প্রতি অত্যধিক মােহে পড়ে, ছাত্র-ছাত্রীরা মা-বাবা, দেশকে ভুলে যাচ্ছেঃ শংকর দাস

গুয়াহাটি : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আর এস এস) প্রাথমিক শিক্ষায় ভারতীয়ভাষা ব্যবহারের দাবি জানিয়েছে। আর এস এসর উত্তর অসম প্রান্তের প্রচার প্রমুখ শংকর দাস আজ দিসপুর প্রেস ক্লাবে গত ৯ মার্চ থেকে নাগপুরে অনুষ্ঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভায় গৃহীত বিভিন্ন প্রস্তাব সম্পর্কে বলেন, প্রথমেই সমগ্র দেশের প্রাথমিক শিক্ষাকে মাতৃভাষা বা কোনও ভারতীয় ভাষায় ব্যবহার করার উপর জোর দিয়েছে। এই ব্যাপারে অভিভাবকদের মানসিকতা পরিবর্তন ঘটিয়ে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। উত্তর অসম প্রান্তের প্রচার প্রমুখশংকর দাস আজ বলেন, ইংরেজী ভাষার প্রতি অত্যধিক মােহে পড়ে ছাত্র-ছাত্রীরা মা-বাবা, দেশকে ভুলে যাচ্ছে। দেশের প্রতি শ্রদ্ধা জানাতে পারছে না। আর একপ্রান্ত প্রচারক কার্যৰ্বাহ খগেন শইকীয়া জানান, নাগপুরের অখিল ভারতীয় প্রতিনিধি সভায় সর কাৰ্যবাহ হিসাবে সুরেশ যােশী(ভাইয়াজী) তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন।উত্তর অসম প্রান্ত প্রচারক বশিষ্ঠ বুজরবরুয়াকে অসম ক্ষেত্র পূর্বাঞ্চলের সহঃ ক্ষেত্র প্রচারক এবং বিদ্যাভারতী অসম প্রান্তের সংগঠক নৃপেন বর্মণকে উত্তর অসম প্রান্ত প্রচারক হিসাবে ঘােষণা করা হয়েছে। অসম ক্ষেত্রের সহঃ ক্ষেত্র প্রচারক শংকর চক্রবর্তীকে অখিল ভারতীয় কার্যকারীণির সদস্য এবং অসম ক্ষেত্রের বৌদ্ধিক প্রমুখ বলরাম দাস রায়কে পূর্বক্ষেত্রের বৌদ্ধিক প্রমুখ হিসাবে ঘােষণা করা হয়েছে। তিনি জানান সারা বিশ্বে ৪১টি দেশের ১১৯৯টি সংঘের শাখা চলছে।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: