আরবে অসমীয়া ভাষায় শিক্ষা দিলে, অসমেও আরবির শিক্ষা দেব : হিমন্ত বিশ্ব শৰ্মা


# ছাত্রদের গুণগত শিক্ষারমান উন্নয়নে, দক্ষতা বিকাশে জোর দেবে সরকার 
# বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ইউনিফর্মের জন্য ৮০০ করে টাকা ৪৮ লক্ষ অভিভাবকদের ব্যাঙ্ক একাউন্টে জমা দেওয়া হবে 

গুয়াহাটি : ছাত্রদের গুণগত শিক্ষারমান উন্নয়নে, তাদের দক্ষতা বিকাশে কারও কোনও চিন্তা ভাবনা নেই, বিধায়করা শিক্ষকদের ট্র্যান্সফার, পােষ্টিংয়ের দাবিতে আমার কাছে তদবির করে। ছাত্রদের মৌলিক অধিকার নিয়ে কেও একবারও ভাবে না! রাজ্যে ১৪জন ছাত্রের বিপরীতে একজন করে শিক্ষক আছে। ৩০-৩৫ হাজার টাকা বেতন পাওয়া শিক্ষকরাও অন্যত্র ট্র্যান্সফারের জন্য ওকালতি করে, একবারও চিন্তা করে না তাদের অবর্তমানে ছাত্রদের কি দূর্দশা হবে? শিক্ষকরা মানবিকতার অজুহাত দেখিয়ে ট্রান্সফারের কথা বলেন, ছাত্রদের ক্ষেত্রে কি মানবিকতার প্রশ্ন আসে না? এই প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ বিধানসভায় বলেন, আমি শিক্ষক কেন্দ্রীক আলােচনায় পক্ষপাতী নয়। ছাত্রকেন্দ্রীক আলােচনায় পক্ষপাতী। 
তিনি বলেন, তাদের বেশি করে গুণমান সম্পন্ন যােগ্যতা থাকা শিক্ষকদের প্রয়ােজন, তাই তারা গুণােৎসবের আয়ােজন করছে। এবার থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানেও গুণােৎসবের আয়ােজন করা হবে। প্রদেশীকিকরণ বিদ্যালয়গুলির শিক্ষকদের সম্পর্কে কারও হাতে কোনও তথ্য নেই। কি ভাবে চাকরি পেল, কি তাদের যােগ্যতা, সব কিছুই ধোঁয়াসা? প্রাক্তন শিক্ষা শরৎ বরকটকীর আমলে সর্বশিক্ষা মিশন কম্পিউটারের তথ্য বদল করে ৩ হাজার শিক্ষককে রাতারাতি বদলি করিয়ে দেন। 
বিজেপি সাংসদ রমেন ডেকা অভিযােগ করেছেন, রাজ্যে প্রায় ৬০০ ভুয়াে পি এইচ ডি ডিগ্রী নিয়ে শিক্ষকতা করে যাচ্ছে। তা উল্লেখ না করেও শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিনায়কা মিশন, মগধ প্রভৃতি বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি করে যারা শিক্ষকতা করছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশীকিকরণ করা হবে না। কেবল কেন্দ্রীয় এবং অসমের বিশ্ববিদ্যালয়গুলিকে বাদ দিয়ে বাকী বিশ্ববিদ্যালয়গুলির পি এইচ ডি ডিগ্রী শিক্ষকদের যােগ্যতা পরীক্ষা করা হবে। 
অসম বিধানসভায় স্পিকার ইনেসিয়েটিভ’ শীর্ষক আলােচনায় গত কাল এবং আজ বিধানসভায় শিক্ষা বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে অধিকাংশ বিধায়করা বক্তব্য রাখেন। সে সব বিতর্কের জবাবে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষা বিভাগে বিভিন্ন দিক নিয়ে আলােচনা করেন। তিনি বলেন আগামি ১৫ আগষ্টের মধ্যে প্রদেশীকিকরণের কাজ শেষ হবে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ইউনিফর্মের জন্য ৮০০ করে টাকা ৪৮ লক্ষ অভিভাবকদের ব্যাঙ্ক একাউন্টে জমা দেওয়া হবে। ১০০০ শিক্ষককে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মিড ডে মিলের গুণগত মান বৃদ্ধি করা হবে। বিদ্যালয়গুলির শ্রেণীগুলিকে ভাগ করার জন্য শ্রেণীর সংখ্যা বৃদ্ধি করে ১০০০ কোটি টাকা ব্যয় করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে ভেন্সার বিদ্যালয়গুলি বন্ধ করে সরকারি বিদ্যালয়ের সংখ্যা বাড়ানাে হবে। মাদ্রাসাগুলিতে বিজ্ঞান, অঙ্ক প্রভৃতি অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। শুধু আরবি ভাষায় শিক্ষা দিলে চলবে না। 
আরবি ভাষা নিয়ে বিতর্কের জবাবে বলেন, আরবে কি অসমীয়া ভাষা শিক্ষা দেওয়া হয়? কংগ্রেস সদস্য রকিবুল হুসেইন তখন বলেন, ইংল্যাণ্ডে কি অসমীয়া ভাষা পড়ানাে হয়। মন্ত্রী বলেন, রাজ্যে মাদ্রাসাগুলিতে যেখানে দশ জন ছাত্র আরবিক ভাষায় পড়াশুনা করে সেই মাদ্রাসা গুলিতে আরবিক শিক্ষক নিয়ােগ করা হয়। সেই রকম টোলগুলিতে সংস্কৃত শিক্ষক নিয়ােগ করা হবে। এ
আই ইউ ডি এফ সদস্য আমিনুল ইসলাম, কংগ্রেস সদস্য রূপজ্যোতি কুর্মি প্রমুখ হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন। গত কাল থেকে দিসপুর লাষ্টগ্যাটে অসম কর্মচারি শিক্ষক ঐক্যমঞ্চ ভেন্সার বিদ্যালয়গুলিতে প্রাদেশীকিকরণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করে। তাদের এক প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষামন্ত্রী আলােচনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেন নি। আজ বিক্ষুদ্ধ শিক্ষকরা অনির্দিষ্টকালীন আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: