হিন্দু বাঙালির এন আর চিত নাগরিকত্বের বিরােধিতা,অবস্থান পাল্টাল সত্ৰ মহাসভা

নয়াদিল্লী: উদ্বাস্তু হিন্দু বাঙালিদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যে কেন্দ্রের প্রস্তুত করা নাগরিকত্ব সংশােধনী বিলের বিরােধিতা করে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান রাজেন্দ্র আগরওয়ালকে ‘সংশােধিত’ স্মারকপত্র প্রদান করেছে অসম সত্ৰ মহাসভা। বুধবার আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে একথা বলেছেন মহাসভার সভাপতি জিতেন্দ্র প্রধানি। প্রসঙ্গত, গত ১৭ই এপ্রিল নয়াদিল্লীতে নাগরিকত্ব বিলের উপর গণ শুনানিতে অংশ গ্রহণ করে সত্ৰ মহাসভার সাধারণ সম্পাদক কুসুম কুমার মহন্ত এবং জনার্দন দেবগােস্বামী বিলের সপক্ষে মত প্রকাশ করায় সমগ্র অসম জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিলো। এর পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয় মহাসভা। জেপিসি চেয়ারম্যানকে স্মারকপত্র প্রদানের পর মহাসভার সভাপতি প্রধানি সাংবাদিকদের বলেন, মহাসভার সদস্যদের ব্যক্তিগত ও রাজনৈতিক মতামত থাকতেই পারে। 

কিন্তু সত্ৰ মহাসভার মঞ্চে ব্যক্তিগত কিংবা রাজনৈতিক মতামতকে আমরা কখনওই প্রাধান্য দেই না।তাই সত্ৰ মহাসভার পদবী থেকে কুসুম মহন্তকে অব্যাহতি দেওয়ার পর নাগরিকত্ব সংশােধনী বিল সম্পর্কে মহাসভার প্রকৃত অবস্থান স্পষ্ট করতে আমরা ফের দিল্লী এসেছি। মহাসভার সভাপতি প্রধানি এদিন সু-স্পষ্ট ভাষায় বলেছেন, অসমের ক্ষতিকারক কোনও কাজ মহাসভা কোনওদিনই করবে না। লক্ষ্যণীয় ভাবে মহাসভার পক্ষে সভাপতি প্রধানি যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান রাজেন্দ্র আগরওয়ালকে পূর্বে প্রদান করা স্মারকপত্রটি প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন। তবে, গত ১৭ই এপ্রিল মহাসভার পক্ষে প্রদান করা স্মারকপত্রটি প্রত্যাহার করা না করাটা যৌথ সংসদীয় কমিটির ওপর নির্ভর করছে বলে তিনি জানান। প্রসঙ্গত, আগামী মে মাসের প্রথম সপ্তাহে যৌথ সংসদীয় কমিটির অসম সফরের সম্ভাবনা আছে বলে উল্লেখ করেছেন প্রধানি। সেই সঙ্গে জানিয়ে দেন, জেপিসির অসম সফরের সময় মহাসভার এক প্রতিনিধি দল কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে মহাসভার অবস্থান পুনরায় স্পষ্ট করবে।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: