ওৱেব সংবাদ: নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ অব্যাহত|। বিমুদ্রাকরণকে হাতিয়ার করে এতদিন তুলোধনা চলছিলো, এবার নতুন সংযোজন তিন তালাক বিল|। একই সঙ্গে অসমে বাঙালি নির্যাতন থেকে ব্যাঙ্কিং বিল প্রভৃতি ইস্যুতে বুধবার সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।| ৱুধবার বীরভূমের আমোদপুরে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।| জনসভায় বক্তব্য রাখার সময় তিন তালাক বিরোধী বিল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সব কিছু নিয়ে রাজনীতি করছে বিজেপি।| তিন তালাক বিরোধী বিল রাজনৈতিক কারণে এনেছে কেন্দ্র|। এইবিলে আরও বিপদে পড়বেন মহিলারা।|
তৃণমূলি শুধু|মহিলাদের নিরাপত্তা দিতে পারে, কেন্দ্রীয় সরকারের প্রতি মমতার হুঁশিয়ারি, ‘কেন্দ্রকে বলছি, আগুন নিয়ে খেলবেন না|, অসমে বাঙালি নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ভিন্ন রাজ্যে কাজে গিয়ে আক্রান্ত কেন? বাংলা-অসম সীমানায় অশান্তি হলে তা প্রভাব পড়বে বাংলাতেও।| অসমে বাঙালি খেদাও শুরু হয়েছে|। আমি বলছি, বাংলার কেউ অসমে থাকলে, তাঁকে বুকে করে রাখতে হবে।| চক্রান্ত করে মানুষকে সরানোর চেষ্টা হচ্ছে| এটা কিছুতেই বরদাস্ত করা হবে না।| প্রস্তাবিত ব্যাঙ্কিং বিল নিয়েও এদিন সরব হয়েছেন মমতা।| তাঁর কথায়, ‘ক্ষুদ্র সঞ্চয়ে সুদ কমিয়ে দেওয়া হয়েছে।| এই বিল আসলে সাধারণ মানুষের টাকা লুঠের চেষ্টা|। ভারতীয় জনতা পার্টিকে তীব্র ভাষায় আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘স্বাধীনতা সংগ্রামে বিজেপি কোথায় ছিল? বিজেপি শুধু বিভেদ তৈরি করে, ওদের কথায় কান দেবেন না।| ধর্মীয় আন্দোলনে বিজেপি কোথায় ছিল?’ পাশাপাশি রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের জমির খাজনা মকুব করেছে রাজ্য|সব়কাব়। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে।| বীরভূমে আরও ৩টি আইটিআই হবে|।
0 comments: