গুয়াহাটি : অত্যন্ত সাধারণ পােষাক পরিচ্ছদে কোনও বাহুল্য নেই, সাধারণ কম দামী চপ্পল পড়ে সাধারণ মানুষের ভীড়ে নিজেকে স্বাচ্ছন্দ বলে মনে করেন। সাত বারের বিধায়ক দ’বারের কেবিনেট মন্ত্রী বঙ্গাইগাঁওয়ের অগপ বিধায়ক ফণী ভূষণ চৌধুরী রাজ ভবনে শপথ গ্রহণ করে তার জন্য বরাদ্দ ভি ভি আই পি গাড়ী, হুটার লাগানাে এসকট গাড়ী প্রত্যাখ্যান করে সাধারণ এক গাড়ীতে চেপে বঙ্গাইগাঁওয়ে যান। বঙ্গাইগাঁওয়ের রাস্তার ধারে এক চায়ের দোকানে তার বেশি সময় কাটে সেখানেই তার জনসংযােগ চলে। সাত সাত বারের বিধায়ক মন্ত্রীরা কোটি কোটি টাকার সম্পত্তির পাহাড় গড়ছে। তখন ব্যাতিক্রমী ফণী ভূষণ এক অনাড়ম্বর সৎ জীবণের স্বপ্ন দেখাচ্ছেন, তিনি বলেন রাজনীতি মানেই মানুষের মনে অগাধ ঘৃণা তা থেকে পরিত্রাণের চেষ্টা করেন। খাদ্য সরবারহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত ফণী ভূষণ এক দিন বিদ্যালয়ে শিক্ষকতা করছেন অংক, বিজ্ঞানের শিক্ষক হিসাবে। বঙ্গাইগাঁওয়ের প্রতি পাড়ায়, মহল্লার ঘরের মানুষ ফণী ভূষণের সম্মানের আসন পাতা আছে। দুর্নীতি তাকে স্পর্শ করতে পারেন নি। বর্তমান মূল্যবোধীন দুর্নীতির রাজ্য তিনি এক উজ্জ্বল ব্যতিক্রম।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
RELATED STORIES
শিক্ষক তথা সমাজকর্মী জ্যোতির্ময় ঘোষাল-এর প্রয়ানে স্মরন সভা জয়শ্ৰী আচাৰ্য, লামডিং: লামডিং রেলওয়ে
বিধানসভার উপাধ্যক্ষকে আশ্বাস মুখ্যমন্ত্রীর : বরাকের চারটি আন্তর্জাতিক প্রবেশ পথ অত্যাধুনিকভাবে গড়ে তুলে চোরাপাচার বন্ধ করা হবে অমল গুপ্ত, গুয়াহাটি : আন্তর্জাতিক চার
নাগরিকপঞ্জি নবায়নে হয়রানি হচ্ছে না : প্রতীক হাজেলা নাগরিকপঞ্জির সমন্বয়ক প্রতীক হাজেলাকে সাক্ষাৎ
ভিয়েতনামে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়ালের কমিউনিষ্ট পাৰ্টির নেতাদের সঙ্গে বৈঠক হ্যানয়-গুয়াহাটি বিমান সেবা, গুয়াহাটিতে বাণিজ্য
গুয়াহাটিতে আন্তঃকলেজ সংগীত প্রতিযােগিতা গুয়াহাটিঃ গুয়াহাটির ছয়মাইল অঞ্চলের কর্মী হ
২০ জন সাংবাদিককের রাজস্থান সফর : ফেলােশিপ প্রদান রাজ্যের মানুষের স্বার্থ বিঘ্নিতকারি এমন কোনও
0 comments: