গুয়াহাটি : রাষ্ট্ৰীয় উদ্যান কাজিরঙা, আহােম রাজত্বের স্মৃতি সৌধ রংঘর, কারেংঘর প্রভৃতি দেখভালের দায়িত্ব এক কপোরেট হাউসকে হস্তান্তর করা সিদ্ধান্তর প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে, ৩০শে এপ্রিল রাজ্যের ডেডলাইন উত্তীর্ণ হওয়ার পরেও রাজ্যের অধিকাংশ নদীবাঁধ মেরামত হয়নি, বন্যার আশংকায় গ্রামের মানুষ ভূগছে, এন আর সিনবায়নকে কেন্দ্র করে সংখ্যালঘু মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে, রাজ্যের প্রতিটি গ্রামের, প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোেগ হয়নি, গ্রাম্য অসমে লােড শেডিং অব্যাহত আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার দাবি করেছে, অসম সহ দেশের সব গ্রামেই বিদ্যুৎ পৌছিয়ে গেছে। জ্বালানি তেলের দাম আবার বৃদ্ধি পেল। নিত্য প্রয়ােজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রিত হয়নি।
বিভিন্ন কারণে আম জনতার নাভিশ্বাস উঠছে, এই অৱস্থায় সর্বানন্দ সােনােয়াল নেতৃত্বাধীন বিজেপি জোট সরকার আগামি ২৪, ২৫ এবং ২৬ মে’ তিন দিন ব্যাপী রাজ্যে সরকারের দ্বিতীয় বছর এবং মােদি সরকারের চতুর্থ বর্ষপূর্তি উৎ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে। তার প্রস্তুতি শুরু হয়েছে। এই উপলক্ষে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ অসমে আসছেন।
সরকারের বর্ষপূর্তি উৎসব সফল করার জন্য আগামি ১৮-১৯ মে’ নলবাড়ীতে বিজেপির রাজ্য কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হবে।
২০১৯ লােকসভা নির্বাচন এখন থেকেই কেন্দ্রীয় বিজেপি সরকার প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে সে উপলক্ষে রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ নর্থ-ইষ্ট ডেমােক্রেটিক এ্যালায়েন্সের (নাডা) এক বৈঠকে অংশ গ্রহণ করে উত্তর-পূর্বাঞ্চলে নাডার ও অন্যান্য নেতাদের সামনে ভাষণ দিয়ে সভাপতি শাহ লােকসভা নির্বাচনের প্রাক প্রস্তুতির কথা বলে এ অঞ্চলে নেতাদের উজ্জিবিত করবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে।
এই নাডার আহ্বায়ক হচ্ছেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি এবং সভাপতি অমিত শাহ হিমন্ত বিশ্ব শর্মাকে এ গুরু দায়িত্ব দিয়েছিলেন। বিজেপি রাজ্য সভাপিত রঞ্জিত দাস আজ রাজ্য সরাকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সরকারের বিভিন্ন কর্মসূচীর কথা জানান, তিনি বলেন, আগামি লােকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে রাজ্যের ৩৮টি সাংগঠনিক জেলার ৩০৩টি মণ্ডলের অধীনে ২৫৮৪৯টি বুথ কমিটিকে সক্রিয় করে সাংগঠনিক তৎপরতা শুরু করা হয়েছে।
সভাপতি জানান, বিজেপির কেন্দ্রীয় কমিটি আগামি লােকসভা নির্বাচনে মিত্রতার সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত শরিক দল অগপ আগামি পঞ্চায়েত নির্বাচনে শাসক বিজেপির সঙ্গে কোনও নির্বাচনী সমঝােতা না করার সিদ্ধান্ত নিয়েছে। আগামি লােকসভা নির্বাচনে অগপকে বাদ দিয়ে বিজেপি একক ভাবে লােকসভায় লড়বে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
0 comments: