রাজ্যের ভেন্সার স্কুলের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তেলের দামে ট্যাক্স বসাতেই হবেঃ হিমন্ত বিশ্ব

পেট্রোলের দাম ৭৯.০৩ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৭১.০৭ টাকা

গুয়াহাটি : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্য ব্যবহার্য সামগ্রীর দামও বাড়ে। আন্তর্জাতিক বাজারে ডিজেল-পেট্রোলের মূল্যবৃদ্ধির সঙ্গে সায়ুজ্য রক্ষা করে প্রতিদিনই দাম বৃদ্ধি করা হচ্ছে। বিগত কংগ্রেস রাজত্বে আন্তর্জাতিক বাজারে ব্যারল প্রতি ১১০ ডলার হওয়া সত্বেও প্রতি লিটার তেলের দাম ৭৫ টাকার বেশি হয় নি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্বাভাবিক অবস্থায় আছে। তার পরেও তেলের দাম ক্রমান্বয়ে বাড়ানাে হচ্ছে। গুয়াহাটি মহানগরে লিটার প্রতি পেট্রোলের দাম ৭৯.০৩ টাকা এবং ডিজেলের দাম লিটারে ৭১.০৭ টাকা দাঁড়িয়েছে। আশংকা করা হচ্ছে আর কিছু দিন বাদেই ১০০ টাকা ছুঁয়ে যাবে। গত একসপ্তায় দুইদফা দাম বৃদ্ধি পেয়েছে। 
রাজ্যের মানুষ প্রতিবাদে ফেটে পড়েছে। সদিয়া থেকে ধুবুড়ি, ডিব্ৰুগড় থেকে বরাক উপত্যকা অধিকাংশ ভূক্তভূগী, সমস্যা জর্জরিত মানুষ আজ দিশাহারা। রাজ্য সরকার প্রতিলিটার পেট্রোলের ভ্যাট (ভ্যালু অ্যাডেড ট্যাক্স) আদায় করছে ২৫ টাকা ৮১ পয়সা এবং ডিজেলে আদায় করছে ২৩ টাকা ৩৩ পয়সা। অথচ প্রতিবেশী রাজ্য মেঘালয় প্রতি লিটার তেলের ভ্যাট আদায় করে মাত্র ১৬ টাকা। ভূক্তভূগীরা অভিযােগ করেন, সরকার জি এস টি লাগু করলে তেলের দাম অনেক কমতাে। কারন জি এস টি র সর্বোচ্চ সীমা ২৮ শতাংশ। তেলের অস্বভাবিক মূল্যবৃদ্ধিতে আম জনতার নাভিশ্বাস উঠছে। অথচ ‘সবকা সাথ সবকা বিকাশ’ এই অঙ্গীকার করা রাজ্যের অর্থ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তেলের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ না করে বলেন, মূল্যবৃদ্ধি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত তাদের কিছু করনীয় নেই। 
রাজ্যের ভেন্সার স্কুলের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে , তেলের দামে ট্যাক্স বসাতেই হবে। আজ বিধানসভায় বিধায়কদের বেতন-ভাত্তা বৃদ্ধি সংক্রান্ত এনিমিলিটিস কমিটি বৈঠকে বিধায়করা প্রতি কিলােমিটার ৮ টাকার পরিবর্তে ১৫ টাকা করার প্রস্তাব পেশ করে। বিজেপি বিধায়ক তথা এনিমিলিটিস কমিটির চেয়ারম্যান প্রশান্ত ফুকনের পৌরােহিত্যে অনুষ্ঠিত বৈঠকে সব সদস্যই তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে তাদের ভ্রমণ ভাত্তায় গাড়ীতে তেল বৃদ্ধির সঙ্গে প্রতি কিলােমিটার ৮ টাকার পরিবর্তে ১৫ টাকা করার প্রস্তাব দেন। এই বৈঠকে উপস্থিত বিরােধী দলপতি দেবব্রত শইকীয়া, এ আই ইউ ডি এফের আমিনুল ইসলাম এবং অগপর রমেন্দ্ৰ কলিতা তাদের প্রস্তাবের সপক্ষেই জানান তেলের দাম বৃদ্ধি পাচ্ছে তাই তাদের প্রতি কিলােমিটারে ১৫ টাকা যুক্তি সঙ্গত দাবি।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: