গতকাল শনিবার রুক্মিণিগাঁও পার্কে সমাজ-সংস্কৃতিক সংগঠন ‘শ্ৰী’র উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। নৃত্য-সংগীত প্ৰভৃতি পরিবেশিত হয়। প্রধান অতিথি হিসেবে সাংবাদিক অমল গুপ্তকে সংবর্ধনা জানানো হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগীতা অধিকারী, অরুণিমা গোস্বামী চৌধুরী, মিঠু অধিকারী এবং শান্ত্বনু ভট্টাচার্য। বিশিষ্ট শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সংগীতা চক্ৰবর্তী এবং শুভ্ৰত বিশ্বাস।
‘শ্ৰী’র উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যা
গতকাল শনিবার রুক্মিণিগাঁও পার্কে সমাজ-সংস্কৃতিক সংগঠন ‘শ্ৰী’র উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। নৃত্য-সংগীত প্ৰভৃতি পরিবেশিত হয়। প্রধান অতিথি হিসেবে সাংবাদিক অমল গুপ্তকে সংবর্ধনা জানানো হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগীতা অধিকারী, অরুণিমা গোস্বামী চৌধুরী, মিঠু অধিকারী এবং শান্ত্বনু ভট্টাচার্য। বিশিষ্ট শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সংগীতা চক্ৰবর্তী এবং শুভ্ৰত বিশ্বাস।
0 comments: