শীতের প্রকোপে কাঁপছে উত্তর-পূর্বাঞ্চল : শিলঙে তুষারপাত


গুয়াহাটি : সমগ্ৰ উত্তর-পূর্বাঞ্চল প্রচণ্ড শীতের প্রকোপে কাঁপছে। শৈল নগরী শিলঙের তাপমাত্রা তাপাঙ্কের ৭-৮ ডিগ্ৰী সেলসিয়াসের নীচে। আপার শিলংসহ বিভিন্ন জায়গায় তুষারপাত চলছে। শিলঙের প্রধান দ্রষ্টব্যস্থান পোলো গ্রাউন্ডে গাছের আগায় বরফের কণা, গাছ-গাছরাগুলি থেকে বরফ সূতোর মতো ঝুলছে। 

গুয়াহাটি মহানগরে তাপমাত্রা ৬-২২ ডিগ্ৰী সেলসিয়াসের মধ্যে উঠা-নমা করছে। বড়ঝারস্থিত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্ৰ জানিয়েছে, আগামী তিনদিন পর্যন্ত ঠাণ্ডার প্রকোপ চলবে। গুয়াহাটি থেকে অধিকাংশ বিমান এবং ট্রেন ঘন কুয়াশার জন্য সময়সূচী বারবার বদল করা হচ্ছে। ঘন কুয়াশার জন্য সড়ক দুর্ঘটনাও বৃদ্ধি পেয়েছে। গুয়াহাটি মহানগরীতে নূন্যতম ৬ ডিগ্ৰী সেলসিয়াস তাপমাত্রা গত দুই দশকে দেখা যায়নি।


SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: